NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

কঙ্গনার ‘ইমার্জেন্সি’ সিনেমা নিয়ে দুই দেশে বিতর্ক


খবর   প্রকাশিত:  ২৮ জানুয়ারী, ২০২৫, ১০:২৪ পিএম

কঙ্গনার ‘ইমার্জেন্সি’ সিনেমা নিয়ে দুই দেশে বিতর্ক

বলিউডের আলোচিত-সমালোচিত নায়িকা ও নির্মাতা কঙ্গনা রানাউতের ‘ইমার্জেন্সি’ সিনেমাটি নিয়ে ব্রিটেন ও বাংলাদেশে বেশ বিতর্ক হচ্ছে।

কঙ্গনার ‘ইমার্জেন্সি’ সিনেমাটি ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বায়োপিক। এতে ১৯৭৫ সালে দেশে ভারতে ইন্দিরা গান্ধীর জারি করা ইমার্জেন্সির (জরুরি অবস্থা) গল্প অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। সিনেমাটির কাহিনি, নির্মাণ ও এর প্রযোজক কঙ্গনা রানাওয়াত। এতে তিনি ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয়ও করেছেন।

 

সিনেমাটিতে ভারতের সেই সময়কার ইমার্জেন্সি ছাড়াও ইন্দিরা গান্ধীর রাজনৈতিক জীবনের অনেক ঘটনা স্থান পেয়েছে। এর যার মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে শাসন আমলে ঘটে যাওয়া ১৯৭১ সালের যুদ্ধ কিংবা ১৯৮৪ সালে স্বর্ণমন্দিরে ভারতীয় সেনার ‘অপারেশন ব্লু স্টারে’র বিষয়ও তুলে ধরা হয়েছে। মূলত সিনেমার এ ঘটনার কারণেই আন্তর্জাতিক পর্যায়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। ভারতের ভেতরেও ‘ইমার্জেন্সি’ সিনেমাটি নিয়ে নানান ধরনের রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। ফলে সিনেমাটির মুক্তির সময় বারবার পরিবর্তন হয়েছে।

বিবিসি সংবাদ সূত্রে জানা গেছে, ব্রিটেনের বিভিন্ন শিখ গোষ্ঠী দাবি করছে, এ সিনেমা খালিস্তানি আন্দোলনের অন্যতম প্রধান নায়ক জার্নেইল সিং ভিন্দ্রানওয়ালের মুখে এমন সংলাপ বসানো হয়েছে, যা তিনি কখনো বলেনইনি।

 

ব্রিটেনের বিভিন্ন প্রেক্ষাগৃহে ‘ইমার্জেন্সি’র প্রদর্শনের বিরুদ্ধে এ গোষ্ঠীগুলো তীব্র বিক্ষোভ দেখিয়েছে – অন্তত দুটি সিনেমা হল চেইন তাদের দাবির মুখে সিনেমাটি প্রত্যাহার করারও সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, ব্রিটেনের একজন প্রভাবশালী এমপি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন, ভারত সরকারও আনুষ্ঠানিকভাবে বলেছে যে এটি মতপ্রকাশের স্বাধীনতার লঙ্ঘন। বাংলাদেশে এ সিনেমা নিয়ে বিতর্কের কারণও সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখে কিছু ‘বিতর্কিত’ সংলাপ।

বাংলাদেশে যদিও ‘ইমার্জেন্সি’ বাণিজ্যিকভাবে মুক্তি পায়নি, তারপরও সিনেমায় শেখ মুজিবকে চিত্রায়িত করা হয়েছে এমন কিছু অংশের ক্লিপ ভাইরাল হয়েছে এবং সেখানেও অনেকেই তা নিয়ে তর্কবিতর্কে মেতেছেন।

 

তবে ‘ইমার্জেন্সি’ নিয়ে বাংলাদেশে যাবতীয় বিতর্ক অবশ্য এখনো সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ, ব্রিটেনের মতো তারা রাস্তায় নামেনি।

কিন্তু ‘ইমার্জেন্সি’ সিনেমায় শেখ মুজিবুর রহমান বা জার্নেইল সিং ভিন্দ্রানওয়ালের মুখে ঠিক কী শোনা গেছে- যা নিয়ে এই বিতর্কের শুরু? ‘ইমার্জেন্সি’ সিনেমায় শেখ মুজিবুর রহমানের ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার অভিনেতা ঋষি কৌশিক।

এ সিনেমার একটি দৃশ্যে নদীর ধারে বিরাট জনতার সামনে ভাষণ দিতে গিয়ে তাকে বলতে শোনা যায়, ‘ভারতমাতা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্ম দিয়েছেন। আজ আমরা শপথ নিচ্ছি, যতদিন এখানে ব্রহ্মপুত্রের পানি বইবে, যতদিন আমরা বাংলা বলব, ততদিন আমরা ভারতমাতার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে যাব।’

 

তারপরেই সিনেমায় তিনি সমবেত জনতার উদ্দেশে বলেন, ‘এত জোরে আপনারা ইন্দিরা গান্ধীর নামে জয়ধ্বনি দিন, যাতে তার রেশ দিল্লি পর্যন্ত শোনা যায়। জয় মা ইন্দিরা, জয় বাংলা’ স্লোগানে এরপর মুখরিত হয়ে ওঠে ব্রহ্মপুত্রর তীর।

১৯৭১ সালের যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের সৃষ্টি – ভারত তাতে কতটা কৃতিত্ব দাবি করতে পারে বা একাত্তরকে একটি ভারত-পাকিস্তান যুদ্ধ হিসেবে দেখানোর চেষ্টা কতটা যুক্তিযুক্ত – তা বাংলাদেশে যথারীতি একটি স্পর্শকাতর বিতর্কের বিষয়।

সেই জায়গায় যদি একটি ভারতীয় সিনেমায় শেখ মুজিবকেও বলতে শোনা যায়, ‘ভারতমাতা আমাদের মাতৃভূমি বাংলাদেশের জন্ম দিয়েছেন’ ।

 

কঙ্গনার ‘ইমার্জেন্সি’ সিনেমায় শেখ মুজিবের সেই বক্তব্যের ক্লিপ বাংলাদেশে ভাইরাল হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।