NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

২৬ বছর পর ফিরছেন গ্যাংস্টার রঘু


খবর   প্রকাশিত:  ০৬ এপ্রিল, ২০২৫, ০৮:৩৬ পিএম

২৬ বছর পর ফিরছেন গ্যাংস্টার রঘু

বলিউডের সুপারস্টার সঞ্জয় দত্তের ক্যারিয়ারে অন্যতম সিনমো ‌‘বাস্তব’। এটি ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল। নির্মাণ করেছেন মহেশ মঞ্জরেকার। গ্যাংস্টারভিত্তিক সিনেমাটি তুমুল সাড়া ফেলেছিল। বক্স অফিসেও ভালো আয় করেছিল এটি। ভারতের গ্যাংস্টার ফিল্ম হিসেবে ছবিটিকে কালজয়ী বলেও মানেন অনেকে। ছবিতে সঞ্জয় দত্তের রঘু চরিত্রটি সিনেমাপ্রেমীদের মধ্যে আজও মুগ্ধতার জন্ম দেয়।

নতুন খবর হলো আবারও রঘু হয়ে পর্দায় ফিরতে চলেছেন সঞ্জয়। ২৬ বছর পর সঞ্জয়কে নিয়েই মহেশ মঞ্জরেকার ‘বাস্তব’ ছবির সিক্যুয়েল নির্মণ করার কথা জানিয়েছেন। তিনি ছবির নাম ঠিক রেখেছেন ‘বাস্তব ২’।

 

বলিউডে বেশ সফল ও মজবুত একটি জুটি সঞ্জয় দত্ত এবং মহেশ মঞ্জরেকারের। এর আগে ‘বাস্তব’, ‘কুরুক্ষেত্র’, ‘হাতিয়ার’, ‘পিতাহ’, ‘বিরুদ্ধ’ এবং ‘বাহ লাইফ হো তো আয়সি’সহ বেশ কিছু ছবিতে একসাথে কাজ করেছেন দুই নায়ক ও পরিচালক। আবারও তারা এক হতে চলেছেন তাদেরই সুপারহিট সিনেমার সিক্যুয়েলে।

 

 

এক সূত্রের বরাতে পিঙ্কভিলা জানিয়েছে, মহেশ মঞ্জরেকার ‘বাস্তব ২’ ছবির জন্য একটি এমন গল্প তৈরি করছেন যা বর্তমান প্রেক্ষাপটে রঘুকে তুলে ধরবে। সঞ্জয় দত্ত এই চরিত্রে ফিরে আসার জন্য খুবই উচ্ছ্বসিত বলেও জানান তিনি। দুজনে শিগগিরই বসবেন ছবিটি নিয়ে।

সূত্রটি আরও জানিয়েছে, এই চলচ্চিত্রটির প্রযোজক হবেন সুবাশ কালে। ২০২৫ সালের শেষের দিকে শুরু হতে পারে এর শুটিং।

আরও জানা গেছে, ‘বাস্তব’ ছবির সিক্যুয়েলে সঞ্জয়ের সঙ্গে আরও একজন নায়ককে দেখা যাবে। তিনি এই প্রজন্মের প্রতিনিধিত্ব করবেন। তবে ছবিতে অভিনেত্রী হিসেবে কারা থাকছেন সে নিয়ে কিছু জানা যায়নি।

 

সূত্র আর বলছে, ‘বাস্তব ২’ হতে চলেছে ভারতীয় সিনেমার অন্যতম বৃহত্তম আয়োজনে গ্যাংস্টার ফিল্ম। এর বাজেট হবে বিশাল। নির্মাণে থাকবে অনেক ভিএফএক্সের কাজ।