NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:২৩ এএম

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

রাশিয়ার একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন। শতাধিক ড্রোন দিয়ে মস্কোর ওই তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। দুদেশের মধ্যে চলমান সংঘাতে একদিনে অন্যতম বড় ধরনের হামলার ঘটনা এটি। খবর বিবিসির।

বিবিসি একটি ভিডিও ফুটেজ যাচাই করে দেখেছে। এতে দেখা গেছে যে, মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রিয়াজান অঞ্চলের রিফাইনারি এবং পাম্পিং স্টেশনের ওপর থেকে আগুনের গোলা ওপর দিকে উঠছে। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে হামলা চালানো হয়েছে।

 

এদিকে রাশিয়া বলছে, ১২১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। রিয়াজান এবং মস্কোসহ ১৩টি অঞ্চলে এসব ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।

অপরদিকে ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে, কিয়েভ অঞ্চলে একটি আবাসিক ভবনে রাশিয়ার ড্রোন হামলায় তিনজন নিহত এবং একজন আহত হয়েছে।

 

ইউক্রেনের অপপ্রচার প্রতিরোধ কেন্দ্রের প্রধান অ্যান্ড্রি কোভালেঙ্কো টেলিগ্রামে এক পোস্টে বলেছেন, রিয়াজানে একটি তেল শোধনাগার এবং ব্রায়ানস্কের ক্রেমনি ফ্যাক্টরিতে হামলা চালানো হয়েছে। কিয়েভ বলছে, সেখানে ক্ষেপণাস্ত্রের উপাদান এবং অন্যান্য অস্ত্র তৈরি করা হয়।

টেলিগ্রামে রিয়াজানের তেল শোধনাগারের আগুনের ছবি এবং ভিডিও পোস্ট করেছেন বেশ কয়েকজন ব্লগার। এসব ফুটেজে দেখা গেছে যে, লোকজন গাড়িতে করে এবং পায়ে হেঁটে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেছেন। সে সময় আগুনের কুণ্ডলি আকাশে উঠতে দেখা গেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা আরআইএ ব্রায়ানস্কের ক্রেমনি কারখানার একটি বিবৃতি উদ্ধৃত করেছে যেখানে বলা হয়েছে যে, ছয়টি ড্রোন হামলার পর কাজ স্থগিত করা হয়েছে। আঞ্চলিক গভর্নর পাভেল মালকভ বলেছেন, জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে কাজ করে যাচ্ছে।

 

এদিকে এসব হামলার খবর স্বীকার করেছে ক্রেমলিন। তবে কোনো ধরনের ক্ষতিক্ষতি বা হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়নি।

ক্রেমলিনের দাবি, তারা ইউক্রেনের ১২১টি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে ছয়টি মস্কোতে হামলার চেষ্টা চালিয়েছে। এছাড়া ২০টি ড্রোন রিয়াজান এলাকায় এবং ব্রায়ানস্কের সীমান্ত অঞ্চলেও বেশ কিছু ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালানো হয়।

 

 

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, শহরের আকাশ প্রতিরক্ষা বাহিনী চারটি স্থানে ইউক্রেনীয় ড্রোনের হামলা প্রতিরোধ করেছে।