NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেল না বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ এএম

বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেল না বাংলাদেশ

দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬০ রানের বড় ব্যবধানে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার দারুণ সুযোগ পেয়েছিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল; তবে সে জন্য প্রয়োজন ছিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতেও স্বাগতিক ক্যারিবীয় নারী ক্রিকেট দলের বিপক্ষে জয় কিংবা ম্যাচটি কোনো না কোনোভাবে বাতিল হওয়ার।

দুটোর কোনোটাই হয়নি। উল্টো নিগার সুলতানা জ্যোতিরা হেরেছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে। ১৩৫ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছায় ক্যারিবীয় নারী ক্রিকেটাররা। এত বড় পরাজয়ের পর পয়েন্ট তালিকায় সেই সাত নম্বরেই রয়ে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

 

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েরা ৪৩.৫ ওভারে অলআউট হয়েছে মাত্র ১১৮ রান করে। শারমিন আক্তার সর্বোচ্চ ৩৭ রান করেন। সোবহানা মোস্তারি করেন ২৫ রান এবং ফারজানা হক করেন ২২ রান। আগের ম্যাচে দারুণ ব্যাটিং করা নিগার সুলতানা এই ম্যাচে করেন ১১ রান।

ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে ক্রিশমা রামহারাক ১২ রান দিয়ে নেন ৪ উইকেট। ২ উইকেট নেন জাইদা জেমস ও ১টি করে উইকেট নেন চেরি অ্যান ফ্রেজার, হেইলি ম্যথিউজ ও অ্যাফি ফ্লেচার।

 

জবাবে ব্যাট করতে নেমে ২৭.৩ ওভারে, ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। হেইলি ম্যাথিউজ ২২ রানে এবং কিয়ানা জোসেফ আউট হন ৩৯ রান করে। ২৫ রানে সেমাইন ক্যাম্পবেল ও ৩৩ রানে দিন্দ্রা দোতিন অপরাজিত থাকেন।

ভারতে অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে ৬টি দল। এর মধ্যে স্বাগতিক ভারত ছাড়া সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে ৫ দল। ওয়েস্ট ইন্ডিজকে শেষ ম্যাচে হারাতে পারলে বাংলাদেশ নিউজিল্যান্ডকে পেছনে ফেলে উঠে আসতো পয়েন্ট টেবিলের ৫ নম্বরে।

বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ শেষ হওয়ার মধ্য দিয়ে শেষ হলো আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের। শুক্রবার রাতে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচ দিয়ে যে পয়েন্ট দাঁড়ালো, এটাই চূড়ান্ত।

 

ভারত ছাড়াও নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। বিশ্বকাপের বাকি চার দল নির্ধারণ করা হবে বাছাই পর্বের মধ্য দিয়ে। বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বাছাই পর্বে অংশ নিতে হবে।