NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

ভাঙ্গনের ছোবল থেকে রক্ষা পেল নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা


খবর   প্রকাশিত:  ৩১ জানুয়ারী, ২০২৫, ০৫:০৬ পিএম

ভাঙ্গনের ছোবল থেকে রক্ষা পেল নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা



বিভক্তির কবল থেকে রক্ষা পেল নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। বাংলাদেশের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মেলা কমিটির নেতৃত্ব নিয়ে ক্ষুদ্রতম একটি অংশ বিরোধ তৈরীর চেষ্টা করেছিলেন। তবে তা বিগত বছরসমূহের নিবেদিতপ্রাণ কর্মীগণের চেষ্টায় নস্যাৎ হয়েছে এবং ৩৩ বছরের পুরনো এই মেলার আয়োজক সংস্থা ‘মুক্তধারা ফাউন্ডেশন’র বর্তমান কমিটির তত্বাবধানেই এ বছরের ৩৪তম বইমেলা অনুষ্ঠিত হবে।

২০ জানুয়ারি সোমবার সন্ধ্যায় মেলা কমিটির  নেতৃবৃন্দের বৈঠকে বিস্তারিত আলোচনা শেষে মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন বীর মুক্তিযোদ্ধা ড. নূরুননবীর সার্বিক তত্বাবধানে এবং আহবায়ক রোকেয়া হায়দারের নেতৃত্বে আসছে মে মাসের ২৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত চারদিনের এই মেলা যথারীতি জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

নিউইয়র্কস্থ মুক্তধারা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সিইও বিশ্বজিত সাহা মঙ্গলবার রাতে এ সংবাদদাতাকে আরো জানান. মুক্তধারা ফাউন্ডেশনের (২০২৫-২০২৬) কার্যকরী পরিষদের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন ডা: জিয়াউদ্দিন আহমেদ। আসন্ন মেলার পর তিনি তার দায়িত্ব গ্রহণ করবেন। বিশ্বজিৎ সাহা আরো জানান, ২০ জানুয়ারির ঐ সভায় সভাপতিত্ব করেন বর্তমান চেয়ারপার্সন ড. নুরুননবী। এ সভায় আরো সিদ্ধান্ত গৃহিত হয় যে, হোস্ট কমিটিতে তরুণ স্বেচ্ছাসেবকদের অন্তর্ভুক্ত করা হবে।

সভায় উপস্থিত ছিলেন নির্বাচিত চেয়ারপারসন ডা. জিয়াউদ্দিন আহমেদ, বইমেলার আহ্বায়ক রোকেয়া হায়দার ও ফাউন্ডেশনের উপদেষ্টা ড. আবদুন নূর ও গোলাম ফারুক ভূঁইয়া, ভাইস চেয়ারপারসন নিনি ওয়াহেদ ও সউদ চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিইও বিশ্বজিত সাহা, সহ-সাধারণ সম্পাদক ফাহিম রেজা নূর, কোষাধ্যক্ষ সাবিনা হাই উর্বি, প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুরাদ আকাশ, প্রচার সম্পাদক তোফাজ্জল লিটন, কার্যকরী সদস্য ডা: ফাতেমা আহমেদ, ড. ওবায়দুল্লাহ মামুন, নসরত শাহ আজাদ ও তানভীর রাব্বানী।

উল্লেখ্য, গত ৩৩ বছর ধরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাইরে সর্ববৃহৎ বাংলা বইমেলার আয়োজন করে আসছে নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশন। অন্যান্য বারের মতো এ বইমেলাও সকল অভিবাসী বাঙালির অংশগ্রহণে সার্থক হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছে আয়োজক কমিটি।