NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

অধিনায়ক বদলের ম্যাচে বিব্রতকর ‘রেকর্ড’ রাজশাহীর


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৬:০৪ এএম

অধিনায়ক বদলের ম্যাচে বিব্রতকর ‘রেকর্ড’ রাজশাহীর

হিতে বিপরীত হলো দুর্বার রাজশাহীর। অধিনায়ক পরিবর্তন করে টুর্নামেন্টে চাঙা হওয়ার বিপরীতে এবারের বিপিএলে এখন পর্যন্ত সর্বনিম্ন দলীয় স্কোর করেছে তারা। 

চিটাগাং কিংসের বিপক্ষে ৮০ রানে অলআউট হয়েছে আজই নেতৃত্বের ভার পাওয়া তাসকিন আহমেদের দল। এর আগের বিব্রতকর রেকর্ডটিও রাজশাহীরই ছিল।

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১০৫ রানে অলআউট হয়েছিল তারা। 

 

এতে ১১১ রানের জয়ে পেয়েছে সর্বশেষ দুই ম্যাচে হারের স্বাদ পাওয়া চিটাগাং। বিপরীতে রাজশাহী টানা দ্বিতীয় পরাজয় দেখল। ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহীর শুরুটাই হয় ধাক্কার।

যদিও পর পর দুই বলে জীবন পেয়েছিলেন তাদের ওপেনার মোহাম্মদ হারিস। বিনুরা ফার্ন্দান্দোর বলে পাকিস্তানি ব্যাটারের তুলে দেওয়া দুটি ক্যাচই মিস করেন খালেদ আহমেদ। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি রাজশাহীর ওপেনার।

 

‘ডাক’ মেরে আউট হওয়ার বিপরীতে ৯ রানে আউট হয়েছেন হারিস।

তার আগে ফিরে যান আরেক ওপেনার জিশান আলমও (৪)। সদ্য বিদায়ী অধিনায়ক এনামুল হক বিজয়কে সঙ্গ দিতে আসা ইয়াসির আলী রাব্বিও (৫) ফেরেন দ্রুত। এতে তাদের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২০ রান।

 

মাঝে ২১ রান করে খেলা ধরার চেষ্টা করেন বিজয়। তবে নিয়মিত বিরতিতে উইকেট বাঁচাতে বাঁধ দিতে পারেনি রাজশাহী।

একের পর এক উইকেট হারিয়ে ৮০ রানে অলআউট হয় তারা। ম্যাচ হারার আগে তাদের সঙ্গী হয়েছে আরেকটি দুঃসংবাদ। ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছেন রায়াল বার্ল। চোট কতটা গুরুতর তা জানা না গেলেও আজ ব্যাটিং করতে পারেননি জিম্বাবুয়ের বাঁহাতি ব্যাটার।