অভিনেত্রী হুমায়রা সুবাহ। একসময় ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কের কারণে আলোচনায় ছিলেন। বর্তমানে অভিনয়ের পাশাপাশি গান নিয়েও ব্যস্ত তিনি। সদ্যই মুক্তি পেয়েছে তার নতুন গান ‘আমি তোমায় দিলাম’।
খবর প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:০৬ এএম
অভিনেত্রী হুমায়রা সুবাহ। একসময় ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কের কারণে আলোচনায় ছিলেন। বর্তমানে অভিনয়ের পাশাপাশি গান নিয়েও ব্যস্ত তিনি। সদ্যই মুক্তি পেয়েছে তার নতুন গান ‘আমি তোমায় দিলাম’।
সুবাহ বলেন, ‘আমি বয়স ৪০ পার করলে সুগার মাম্মি হতে চাই।’ সেক্ষেত্রে যারা সুগার মাম্মির ছেলে হতে চায় তারা চল্লিশের পরে বুক দিতে পারেন বলেও ঠাট্টা করেন সুবাহ।
সুবাহ’র এই খোলামেল এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।
‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছ সুবাহ।