NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

লাল-সবুজ জার্সিতে খেলতে মুখিয়ে ইংলিশ লিগের হামজা চৌধুরী


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০১:৩০ এএম

লাল-সবুজ জার্সিতে খেলতে মুখিয়ে ইংলিশ লিগের হামজা চৌধুরী

বাংলাদেশের জার্সিতে খেলার সব প্রক্রিয়া শেষ হওয়ার পর ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর এখন মাঠে নামার অপেক্ষা। আর সেই অপেক্ষা শেষ হতে পারে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে। ভেন্যু চূড়ান্ত হয়নি। তবে ভারতের শিলংয়ে ম্যাচটি হওয়ার সম্ভাবনাই বেশি। সবকিছু ঠিক থাকলে এ ম্যাচেই লাল-সবুজ জার্সিতে অভিষেক হতে পারে হামজার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল আছেন ইংল্যান্ড সফরে। বুধবার রাতে লেস্টার সিটির ম্যাচের পর বাফুফে সভাপতি সাক্ষাৎ করেছেন হামজার সঙ্গে। এ সময় বাফুফের সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ এবং হামজা চৌধুরীর বাবা ও মা উপস্থিত ছিলেন।

 

লন্ডন থেকে বাফুফে সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ  বলেন, 'হামজা চৌধুরীর বাবা ও মায়ের আমন্ত্রণে সভাপতি ও আমি স্টেডিয়ামে যাই এবং খেলা দেখি। ম্যাচের পর হামজা এসে সাক্ষাৎ করেন এবং পরে তার সৌজন্যে নৈশভোজে আমরা অংশ নেই।'

 

ইমতিয়াজ হামিদ সবুজ বলেন, 'হামজার বাবা ও মা আমেদর অনেক সম্মান করেছেন। হামজাও ছিলেন অনেক আন্তরিক। তিনি বাংলাদেশের জার্সিতে খেলতে মুখিয়ে আছেন। কবে খেলবেন তা নিয়ে যেন হামজার তর সইছে না।'