NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

নতুন বছরে দর্শক মাতাবে পাকিস্তানি যে পাঁচ ড্রামা


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:৩০ পিএম

নতুন বছরে দর্শক মাতাবে পাকিস্তানি যে পাঁচ ড্রামা

বর্তমানে বিনোদনপ্রেমী মানুষের কাছে সবচেয়ে পছন্দের কন্টেন্ট হলো সিরিজ। মার্কিন, ভারতীয় কিংবা কোরিয়ান সিরিজের জয়জয়কার সব জায়গায়। বিশেষ করে উপমহাদেশের দর্শকদের কাছে বরাবরই পছন্দের ছিল ভারতীয় সিরিজ। তবে বিগত কয়েক বছরে সিরিজের জগতে বেশ বড়সর উত্থান হয়েছে পাকিস্তানি সিরিজের।

উপমহাদেশের মধ্যে ছোটপর্দার জন্য অনুষ্ঠান তৈরিতে বেশ এগিয়ে পাকিস্তান। দেশটির বিনোদন ইন্ডাস্ট্রি মূলত টিকিয়ে রেখেছে টেলিভিশনের নাটক এবং সিরিয়ালগুলো। পাকিস্তানি নাটক-সিরিয়াল দেশটির সীমানা পেরিয়ে এখণ ভারতেও দারুণ জনপ্রিয়। বাংলাদেশেও অনেক দর্শক অনলাইনে পাকিস্তানি এসব কনটেন্ট দেখেন।

 

নতুন বছরেও পর্দায় আসছে পাকিস্তানের কিছু প্রতীক্ষিত সিরিজ। যেগুলো ঘিরে ইতোমধ্যে দর্শক আগ্রহ তুঙ্গে। চলুন জেনে নেওয়া যাক এমন ৫টি ড্রামা সিরিজ যেগুলো এ বছর দর্শক মাতাবে।

হামরাজ
হামরাজ এমন একটি পাকিস্তানি ড্রামা, যা দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি প্রতীক্ষিত।

আয়েজা খান এবং ফিরোজ খানের মধ্যে চমৎকার রসায়ন এবং রোমাঞ্চকর গল্প দর্শকদের মোহিত করবে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, আয়েজা এবং ফিরোজ বর্তমানে এই প্রজেক্টের শুটিংয়ে ব্যস্ত। দর্শকরাও হামরাজ দেখার জন্য মুখিয়ে রয়েছেন।

 

ফারুক রিন্দের পরিচালনায় এতে অভিনয় করেছেন আয়েজা খান এবং ফিরোজ খান।


 


না চুরা সাকোগে দামান
বহুগুণে গুনান্বিত ফারহান সাঈদ।

সুরেলা কণ্ঠের জন্য যেমন বিখ্যাত, তেমনি অভিনয়ের দক্ষতাও দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। এবার ‘না চুরা সাকোগে দামান’-এর মাধ্যমে আবার পর্দায় ফিরছেন এ গায়ক-অভিনেতা। তার সঙ্গে থাকছেন কিনজা হাশমি। এই নতুন জুটির রসায়ন দেখার জন্য ভক্তরা বেশ উৎসাহী। 

 

আসাদ মুমতাজের পরিচালনায় এই রোমান্টিক গল্পে আরও অভিনয় করেছেন সেলিম মেরাজ, আলি তাহির, রশিদ ফারুকি, রানা মজিদ খান এবং নেহা খান।

সাঁওয়াল ইয়ার পিয়া
‘সাঁওয়াল ইয়ার পিয়া’ লিখেছেন বিখ্যাত লেখক হাশিম নাদিম। এতে অভিনয় করছেন দূর-এ-ফিশান সেলিম এবং আহমেদ আলী আকবর। দূর-এ-ফিশান ইতিমধ্যে তার অসাধারণ অভিনয়ের জন্য আলোচিত, এবং এই ড্রামায় তার অভিনয় দেখার অপেক্ষায় দর্শকরা। প্রজেক্টটি প্রথমে ফিরোজ খান, ইকরা আজিজ, এবং ইমরান আশরাফকে অফার করা হয়েছিল, তবে ইকরা ফিরোজ খানের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানান।

এতে অভিনয় করেছেন দূর-এ-ফিশান সেলিম এবং আহমেদ আলী আকবর।


 

খুন বাহা
‘তেরে বিন ২’ দেখতে দর্শকরা যেমন উন্মুখ, তেমনি ‘খুন বাহা’ নামের এই নতুন ড্রামা দর্শকদের জন্য একটি বিশেষ আকর্ষণ হতে যাচ্ছে। এই ড্রামায় ইয়ুমনা জাইদি এবং তার ‘নায়াব’ সহ-অভিনেতা উসামা খানকে একসঙ্গে দেখা যাবে। এতে আরও অভিনয় করছেন সাকিনা সামো, তাজিন হোসেন, দীপক পরওয়ানি এবং নামির খান।

রাবিয়া রায্জাকের লেখায় ড্রামাটিতে অভিনয় করেছেন ইয়ুমনা জাইদি এবং উসামা খান।

শায়ের
প্রেম, ক্ষতি এবং মুক্তির মতো গভীর বিষয়বস্তুতে দর্শকদের ডু্বিয়ে রাখতে আসছে শায়ের। যদিও গল্পের সুনির্দিষ্ট দিকগুলি রহস্যময় রাখা হয়েছে, তবে ড্রামাটিতে জটিল সম্পর্ক এবং বহুমুখী চরিত্রের একটি টেপেস্ট্রি তৈরি হবে বলে আশা করা হচ্ছে। প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় আসছেন সারাহ খান এবং দানিশ তেইমুর। গল্পটি দক্ষ লেখক জানজাবিল আসিম শাহ লিখেছেন এবং এর সুরেলা সাউন্ডট্র্যাকটি গেয়েছেন জনপ্রিয় গায়ক ফালাক শব্বির।