বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় কাটাচ্ছেন তাসকিন আহমেদ। প্রতিপক্ষের ব্যাটারদের শিরদাঁড়া দিয়ে শীতল পানি নামিয়ে। বর্তমানে ৬ ম্যাচ শেষে ১৪ উইকেট নিয়ে বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারিও। সর্বশেষ বছরেও এমন দুর্দান্ত ছন্দে ছিলেন বাংলাদেশি পেসার।
খবর প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৫, ০৮:৩০ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় কাটাচ্ছেন তাসকিন আহমেদ। প্রতিপক্ষের ব্যাটারদের শিরদাঁড়া দিয়ে শীতল পানি নামিয়ে। বর্তমানে ৬ ম্যাচ শেষে ১৪ উইকেট নিয়ে বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারিও। সর্বশেষ বছরেও এমন দুর্দান্ত ছন্দে ছিলেন বাংলাদেশি পেসার।
তার পুরস্কারই যেন এবার পেলেন তাসকিন। উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন তিনি। সীমিও ওভারের সংস্করনে ৭ ম্যাচ খেলেছে ১৪ উইকেট নেন ২৯ বছর বয়সী পেসার। শুধু ওয়ানডেতেই নয়, অন্য দুই সংস্করনেও দুর্দান্ত ছিলেন তিনি।
একমাত্র বাংলাদেশি হিসেবে ওয়ানডের বর্ষসেরা একাদশে তাসকিন হলেও, তালিকায় রাজত্ব শ্রীলঙ্কার। লঙ্কানদের তিন ক্রিকেটার জায়গা পেয়েছেন।
পাকিস্তানের দুই ক্রিকেটারের একজন ওপেনার সাইম আইয়ুব (৫১৫ রান ও ৫ উইকেট)। আর বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি (১৫ উইকেট)। আফগানদের হচ্ছে- আজমতউল্লাহ ওমরজাই (৪১৭ রান ও ১৭ উইকেট) ও আল্লাহ গজনফার (২১ উইকেট)।
উইজডেনের বর্ষসেরা একাদশ-
সাইম আইয়ুব, পাথুম নিশাঙ্কা, কেসি কার্টি, কুশল মেন্ডিস, আজমতউল্লাহ ওমরজাই, লিয়াম লিভিংস্টোন, শেরফান রাদারফোর্ড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহীন শাহ আফ্রিদি, আল্লাহ গজনফার, তাসকিন আহমেদ।