NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

স্বামীর কাছ থেকে যে উপহার পেয়ে চমকে গেলেন মাধুরী


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৬:১৮ পিএম

স্বামীর কাছ থেকে যে উপহার পেয়ে চমকে গেলেন মাধুরী

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। বছরটা শুরু করলেন দারুণ এক আনন্দের মধ্য দিয়ে। স্বামী ডাক্তার শ্রীরাম নেনে তাকে উপহার দিয়ে চমকে দিয়েছেন। মাধুরীকে ৬ কোটি রুপি মূল্যের একটি গাড়ি উপহার দিয়েছেন নেনে।

ভারতীয় গণমাধ্যমগুলোতে বলা হয়, বিভিন্ন ব্র্যান্ডের দামি গাড়ির কালেকশন রাখতে পছন্দ করেন এই তারকা। সেটি জানেন তার স্বামী নেন। তাই স্ত্রীর সংগ্রহে যোগ করলেন আরও একটি গাড়ি। লাল রঙের ফেরারি উপহার দিয়েছেন তিনি।

 

একটি ভিডিও দেখা গেছে যেখানে ওই গাড়িতে চেপে শোরুম থেকে বাসায় ফিরেছেন মাধুরী। নতুন লাল রঙের গাড়িটি কিনতে গিয়েছিলেন তিনি কালো রঙের ড্রেস পরে। সঙ্গে ছিলেন শ্রীরাম নেনে। ইনস্টাগ্রামে এরই মধ্যে গাড়ি কেনার মুহূর্ত ভাইরাল হয়েছে এ দম্পতির।

নতুন এই গাড়ি ছাড়াও অভিনেত্রী মাধুরীর ব্যক্তিগত কালেকশনে রয়েছে- মার্সিডিজ-মেবাচ এস ৫৬০, রেঞ্জ রোভার ভোগ, ট্রুবো এস ৯১১। এসব গাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ থেকে ১৪ কোটি টাকা।

 

সর্বশেষ ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমায় অভিনয় করে বাজিমাত করেছেন মাধুরী দীক্ষিত।