NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য আড়াই মিলিয়ন ডলার দিলেন বিয়ন্সে


খবর   প্রকাশিত:  ২৭ মার্চ, ২০২৫, ১২:০২ এএম

দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য আড়াই মিলিয়ন ডলার দিলেন বিয়ন্সে

লস অ্যাঞ্জেলেসের ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে হাজার হাজার পরিবার। ব্যবসা, বাড়ি-গাড়ি; সব হারিয়ে নিঃস্ব অনেকে। অন্তত ২৪ জনের মৃত্যুও হয়েছে। বর্তমানে উদ্ধার অভিযান চলমান থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসছেন হলিউডের অনেক তারকা। কেউ দাবানলে আশ্রয়হীনদের থাকা-খাওয়ার ব্যবস্থা করছেন। কেউ দিচ্ছেন আর্থিক সাহায্য।

 

হলিউডের গায়িকা বিয়ন্সেও এগিয়ে এলেন এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে। তিনি দিচ্ছেন ২.৫ মিলিয়ন ডলার। তার ‌‘বেগুড’ (BeyGOOD) ফাউন্ডেশন থেকে এই অর্থ অনুদান হিসেবে দেওয়া হচ্ছে।

২০১৩ সালে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনটি এখন আভটাডেনা এবং পাসাডেনার মতো এলাকাগুলোর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্নির্মাণে সহায়তা করবে। বিয়ন্সের ফাউন্ডেশন শুধু ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তা দিচ্ছে না, সেই সঙ্গে অন্যান্য এলাকায় গির্জা এবং কমিউনিটি সেন্টারে প্রাথমিক সাহায্য সরবরাহ করবে বলে জানানো হয়েছে।

 

এই অগ্নিকাণ্ডের পর হলিউড সংশ্লিষ্ট আরও অনেক প্রতিষ্ঠান সাহায্যের হাত বাড়িয়েছে। গত শুক্রবার ওয়াল্ট ডিজনি কোম্পানি ১৫ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে ঘরবাড়ি পুনর্নির্মাণ এবং সাহায্যের জন্য। প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট ও ফক্স কর্প ১ মিলিয়ন ডলার দান করেছে আমেরিকান রেড ক্রস এবং লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টকে।

 

এছাড়াও লিভ নেশন একটি ফায়ার এইড কনসার্টের আয়োজন করার পরিকল্পনা করেছে। এটি ৩০ জানুয়ারি ইনগেলউড, ক্যালিফোর্নিয়ার ইনটুইট ডোমে অনুষ্ঠিত হবে। আগামী ২ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানেও দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও ঘরবাড়ি পুনঃর্নির্মাণের জন্য তহবিল সংগ্রহের জন্য বড় উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।