NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

বাইডেনের বিদায়ি ভাষণের তারিখ নির্ধারণ


খবর   প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৩০ পিএম

বাইডেনের বিদায়ি ভাষণের তারিখ নির্ধারণ

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে আগামী বুধবার (১৫ জানুয়ারি) জাতির উদ্দেশে বিদায়ি ভাষণ দেবেন জো বাইডেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পাঁচ দিন আগে এ ভাষণ দেবেন তিনি। 

গতকাল শুক্রবার হোয়াইট হাউসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, বুধবার রাত ৮টায় প্রেসিডেন্ট বাইডেন ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে বিদায়ি ভাষণটি দেবেন।

 

এটি হবে তার পঞ্চম এবং সম্ভবত শেষ ওভাল অফিস ভাষণ। সর্বশেষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত ব্যাখ্যা করে ওভাল অফিসে ভাষণ দিয়েছিলেন তিনি।

ধারণা করা হচ্ছে, জো বাইডেন তার উত্তরাধিকার এবং জাতির সামনে ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো নিয়ে তার চিন্তা প্রকাশ করবেন। এ ছাড়া ক্ষমতায় থাকাকালে তার সীমাবদ্ধতা, ভুল ব্যাখ্যা করে দিকনির্দেশনা দিতে পারেন।

 

সম্প্রতি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছে মার্কিন কংগ্রেস।  চূড়ান্ত আনুষ্ঠানিক স্বীকৃতিতে বলা হয়, সর্বশেষ নির্বাচনে ট্রাম্প পেয়েছেন ৩১২ ইলেকটোরাল কলেজ ভোট আর হ্যারিস পেয়েছেন ২২৬টি। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প।  

 

যুক্তরাষ্ট্রে বিদায়ি ভাষণ দেওয়ার ঐতিহ্য দেশের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের সময় থেকে শুরু হয়েছে।

তিনি ১৭৯৬ সালে তৃতীয় মেয়াদে রাষ্ট্রপতি পদে প্রার্থী না হওয়ার ঘোষণা দিয়ে আমেরিকানদের দলাদলি এবং দলীয় রাজনীতির বিরুদ্ধে সতর্ক করেছিলেন। ওয়াশিংটন কখনো প্রকাশ্যে তার ভাষণ দেননি। তবে তার বক্তব্য সারা দেশের সংবাদপত্রে ছাপা হতো।