NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

সিরিয়ায় তুরস্কপন্থী ও কুর্দি বাহিনীর মধ্যে সংঘর্ষে নিহত ৩৭


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৭:৩৭ এএম

সিরিয়ায় তুরস্কপন্থী ও কুর্দি বাহিনীর মধ্যে সংঘর্ষে নিহত ৩৭

সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ অঞ্চলে বিমান হামলায় তুরস্ক সমর্থিত গোষ্ঠী এবং কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর মধ্যে সংঘর্ষে ৩৭ জন নিহত হয়েছে। একটি যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থার বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এএফপি এই তথ্য জানিয়েছে।

কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ গ্রহণ থেকে ন্যাটো মিত্রকে বিরত রাখতে, সিরিয়ায় তুরস্কের উদ্বেগ মোকাবেলায় কাজ করছে বলে বুধবার মার্কিন যুক্তরাষ্ট্র বলার পরও সর্বশেষ এই সংঘর্ষের খবর পাওয়া গেছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, ‘মানবিজ গ্রামাঞ্চলে গত কয়েক ঘন্টায় (কুর্দি নেতৃত্বাধীন) সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এবং (তুর্কি সমর্থিত) জাতীয় সেনাবাহিনীর গোষ্ঠীগুলোর মধ্যে ভয়াবহ লড়াই হয়েছে।

 

সিরিয়ার অভ্যন্তরে সূত্রের নেটওয়ার্কসহ ব্রিটিশভিত্তিক অবজারভেটরি জানিয়েছে, ‘প্রাথমিকভাবে হামলায় ৩৭ জন নিহত হয়েছে।’
পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, গত মাস থেকে মানবিজ গ্রামাঞ্চলে লড়াইয়ে কমপক্ষে ৩২২ জন নিহত হয়েছে।

গতকাল বুধবার মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর প্রধান মাজলুম আবদি বলেন, ‘তার দল সিরিয়ার ভূখণ্ডের ঐক্য ও অখণ্ডতা সমর্থন করে।’

এএফপিকে দেওয়া এক লিখিত বিবৃতিতে তিনি সিরিয়ার নতুন কর্তৃপক্ষকে পুরো সিরিয়ায় যুদ্ধবিরতির জন্য হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন।

 

 


 

উত্তর সিরিয়ায় তুর্কি-সমর্থিত গোষ্ঠীগুলো এসডিএফের সঙ্গে তাদের লড়াই ফের শুরু করেছে। একই সময়ে ইসলামপন্থী বিদ্রোহীরা ২৭ নভেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট আল-আসাদকে উৎখাত করে আক্রমণ শুরু করছিল।

মার্কিন নেতৃত্বাধীন মানবিজ এলাকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টা সত্ত্বেও আংকারাপন্থী গোষ্ঠীগুলো উত্তর আলেপ্পো প্রদেশের কুর্দি অধিষ্ঠিত মানবিজ এবং তাল রিফাত দখল করতে সফল হয়। এর পর থেকে লড়াই অব্যাহত রয়েছে এবং হতাহতের সংখ্যাও বাড়ছে।

 

বুধবার ওয়াশিংটনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, সিরিয়ার অভ্যন্তরে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) সশস্ত্র যোদ্ধাদের নিয়ে তুরস্কের উদ্বেগ বৈধ। তুরস্ক গত মঙ্গলবার সিরিয়ায় কুর্দি বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি দিয়েছে। সিরিয়ার কুর্দিরা দেশটির তেলসমৃদ্ধ উত্তর-পূর্বাঞ্চলের বেশির ভাগ অংশ নিয়ন্ত্রণ করে। 

সূত্র : এএফপি