NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

প্রতিপক্ষকে ৫ গোলে বিধ্বস্ত করে শেষ ষোলোয় রিয়াল


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৫, ০১:০০ এএম

প্রতিপক্ষকে ৫ গোলে বিধ্বস্ত করে শেষ ষোলোয় রিয়াল

স্প্যানিশ কোপা দেল রে-তে চতুর্থ শ্রেণির দল ক্লাব দিপোর্তিভা মিনেরাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। রাউন্ড অব ৩২ এ দুর্দান্ত জয়ে শেষ ষোলোতে নিজেদের জায়গা নিশ্চিত করেছে লস বাঙ্কসরা।

গতকাল সোমবার রাতে মিনেরার ঘরের মাঠ কার্টাগোনোগায় রিয়ালের হয়ে জোড়া গোল করেন আর্দা গুলার।

 

ম্যাচের ৫ মিনিটে গোল করেন উরুগুয়ের ফেডেরিকো ভালভার্দে। ৮ মিনিট পর ব্যবধাণ দ্বিগুণ করেন এডুয়ার্ডো কামাভিঙ্গা। বুলেট গতির দুর্দান্ত হেডে গোলটি করেন ফরাসি ডিফেন্সিভ মিডফিল্ডার।

গুলার নিজের প্রথম গোল করেন ২৮ মিনিটে। তুর্কি অ্যাটাকিং মিডফিল্ডারের গোলে ৩-০ তে এগিয়ে যায় রিয়াল। গুলার নিজের দ্বিতীর গোল করেন ৮৮ মিনিটে; গতকাল যা রিয়ালের শেষ গোল। তার আগে ৫৫ মিনিটে সফরকারীদের হয়ে আরও একটি গোল করেন ক্রোয়েশিয়ার অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচ।

 

ম্যাচের পর রিয়ালকে শুভসূচনা এনে দেওয়া ভালভার্দে বলেন, ‘আমি দলে অবদান রাখতে পেরে খুশি। কিন্তু আমার কাজ ভিন্ন; সম্ভাব্য সর্বোত্তম উপায়ে সাহায্য করা, রক্ষা কর। আমি আনন্দিত যে, কোচ প্রতিটি খেলায় আমাকে বিবেচনায় রাখেন, তিনি আমার প্রতি আস্থা রাখেন এবং আমি ক্লান্ত হলেও আমি সবসময় খুশি।’

৩৯ বছর বয়সী মদ্রিচকে নিয়ে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘(লুকা) ফুটবলের জন্য একটি উপহার এবং যারা এটিকে কাছে থেকে উপভোগ করতে পারে তাদের জন্য আরও অনেক কিছু। সমর্থক, খেলোয়াড়, কোচ... আমার জন্য এটা একটা দারুণ উপহার। এই ধরনের ম্যাচের জন্য সে যেভাবে প্রস্তুতি নেয়, যেন এটা একটা ফাইনাল। এটা আমাদের তরুণদের জন্য খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ।’

 

রিয়ালের গোলের সংখ্যাটা আরও বড় হতে পারতো, যদি মিনেরার গোলরক্ষক ফ্রান মার্টিনেজ বেশ কিছু শট ঠেকিয়ে না দিতেন। ভালভার্দে ও কিলিয়ান এমবাপের অনেকগুলো শট রুখে দেন স্প্যানিশ এই গোলরক্ষক।