জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের নতুন বিয়ের খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই পড়ে গেছে। ফেসবুকে অসংখ্য পোস্টে দেখা গেছে একটি কথা, তা হলো ‘তাহসান জিতেছে’। তবে লেখিকা তসলিমা নাসরিনের মতে, মিথিলা এবং রোজা দুজনই জিতেছে। দুই নারীই নারীবিদ্বেষ সমাজের তিন শর্তের চ্যালেঞ্জে জিতেছে।
রবিবার (০৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তাহসান ও রোজার বিয়ে নিয়ে দীর্ঘ স্ট্যাটাসে এসব মন্তব্য করেন তসলিমা নাসরিন।
পাঠকদের জন্য তসলিমা নাসরিনের পোস্টটি হুবাহু তুলে ধরা হলো-
ফেসবুক ছেয়ে গেছে 'তাহসান জিতেছে তাহসান জিতেছে' রবে। কেন তাহসান জিতেছে, বুঝে পেলাম না। সে একটা মেয়েকে বিয়ে করেছে বা করতে যাচ্ছে।