NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

তুষারপাতে ঢেকে গেছে যুক্তরাজ্য


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০১:৩৫ এএম

তুষারপাতে ঢেকে গেছে যুক্তরাজ্য

তুষারপাতে ঢেকে গেছে যুক্তরাজ্যের বিভিন্ন শহর। বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন মাত্রার সতর্কতা জারি করা হয়েছে। স্কটল্যান্ডের বিশাল অংশ, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস এবং পূর্ব ইংল্যান্ডে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জাতীয় রেল সংস্থা আজকের আবহাওয়ার বিষয়ে সতর্ক করে জানিয়েছে, এমন আবহাওয়ায় অতিরিক্ত সতর্ক থাকতে ভুলবেন না। ভ্রমণের আগে আবহাওয়ার পরিস্থিতি যাচাই করার পরামর্শও দেওয়া হয়েছে।

তুষারপাতের কারণে সাধারণ জীবন-যাপন বিপর্যস্ত হচ্ছে। বার্মিংহাম বিমানবন্দরে তুষার পরিষ্কার এবং নিরাপত্তার কারণে সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে আজও বিমানবন্দরের পরিষেবা বন্ধ থাকতে পারে।

 

তুষারপাতের কারণে বেশ কিছু বিমানবন্দর তাদের রানওয়ে বন্ধ রেখেছে। ম্যানচেষ্টার বিমানবন্দর জানিয়েছে, ভারী তুষারপাতের কারণে তাদের রানওয়ে সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে।

এদিকে লিভারপুল জন লেনন বিমানবন্দর সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, তুষারপাতের কারণে তাদের রানওয়ে সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে। তবে বিমানবন্দরের কার্যক্রম চালু থাকবে। রানওয়ে পরিষ্কারের জন্য কাজ চলছে বলেও জানানো হয়।

 

উত্তরাঞ্চলে রাতভর ভারী তুষারপাত হয়েছে এবং ইংল্যান্ড ও ওয়েলসের বেশিরভাগ অংশেই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দক্ষিণ ইংল্যান্ড এবং দক্ষিণ ওয়েলসে তুষারপাতের পর বৃষ্টির খবর পাওয়া গেছে।

রোববার ভোরে উত্তর ওয়েলস, উত্তর মিডল্যান্ডস এবং সমগ্র উত্তর ইংল্যান্ডজুড়েই ভারী তুষারপাত হয়েছে। লিডস এবং ইয়র্কসহ অনেক শহরে বর্তমানে প্রায় ৫ সেন্টিমিটার তুষারপাত হয়েছে।

 

গত রাতে সবচেয়ে বেশি শীত পড়েছে স্কটল্যান্ডের লোচ গ্লাসকারনচে। সেখানে তাপমাত্রা মাইনাস ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। অপরদিকে দক্ষিণ ইংল্যান্ডে তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।