NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

নববর্ষে নতুন রূপে ফিরছেন আল্লু অর্জুন


খবর   প্রকাশিত:  ২১ মার্চ, ২০২৫, ০৮:২৮ এএম

নববর্ষে নতুন রূপে ফিরছেন আল্লু অর্জুন

দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন নতুন বছরে নতুন রূপে ফিরছেন। এর কারণ হচ্ছে তার শিশুকন্যা। পুরোনো বছরকে বিদায় জানানোর আগে নতুন বছরের পরিকল্পনা অনেকে ভিন্ন ভিন্নভাবে করে থাকেন। আল্লুও এর ব্যতিক্রম নন।

বিগত বছরে যা যা অভাব রয়ে গিয়েছে, তা পূরণের স্বপ্নে বিভোর থাকেন প্রতিটি মানুষ। সবার মতো নেতিবাচকতা দূর করে ইতিবাচকতার কাজের পাল্লা ভারী করতে চান এ অভিনেতা। তবে অল্পসংখ্যক মানুষ তাদের চাওয়া পূরণ করতে সক্ষম হন। অধিকাংশই তার পরের বছরের জন্য নেওয়া প্রতিজ্ঞা তুলে রাখেন।

 

আল্লু অর্জুনও নাকি একটি প্রতিজ্ঞা করেছিলেন। তবে সেটি ডিসেম্বর মাসের শুরুতে। ‘পুষ্পা-২’ মুক্তির পরেই। আল্লু এ প্রসঙ্গে জানিয়েছিলেন, সিনেমার কারণে দাড়িগোঁফে মুখ ঢেকে গেছে। যা তার কন্যা আরহার অতি অপছন্দ। আর অপছন্দ বলেই বাবার কাছে নাকি একদমই ঘেঁষছিল না সে।

সিনেমা মুক্তির পর সে কথা জানিয়ে নায়ক বলেছিলেন, ‘দাড়িগোঁফের থেকে আপাতত ছুটি। এবার এগুলো কেটে ফেলতে হবে। নইলে মেয়ে কাছে আসছে না।’ বছর শেষে দেওয়া কথা নাকি রাখছেন তিনি। ৫ বছর ধরে যত্নে রাখা দাড়িগোঁফ পরিষ্কার করে কেটে ঝকঝকে হয়ে ফিরতে যাচ্ছেন।

 

আল্লুর এ কথা ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মনে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। নতুন লুকে কেমন লাগবে সবার প্রিয় এই অভিনেতাকে-তা দেখার জন্য সবাই অপেক্ষা করছেন।