NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

বিপিএলে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম ফিফটির মালিক মাহিদুল


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৫, ১২:৪৭ এএম

বিপিএলে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম ফিফটির মালিক মাহিদুল

সুযোগ ছিল ১৫-১৬ বলে পঞ্চাশে পা রাখার। ১৩ বলে ৩৯ রান করা অবস্থায় পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ ওয়াসিমকে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে তুলে মেরেছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন।

ওই শটটা ছক্কা হলে ১৫ বলে রান দাঁড়াতো ৪৪। কিন্তু পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলী সীমানার ওপর শূন্যে শরীর ঝাঁকি দিয়ে হাতে থাবা মেরে সেই সম্ভাব্য ছক্কা প্রতিহত করেন। হায়দারের হাতে লেগে বল মাঠের ভেতরে পড়লে ১ রান পান মাহিদুল। তাতে রান দাঁড়ায় ৩৯।

 

১৫ বলে ৩৯ করা মাহিদুল পরের ৩ বলেই তুলে নেন ১১ রান। চট্টগ্রামের বাঁহাতি ফাস্ট বোলার শরিফুলের করা ১৯ নম্বর ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকানো অংকন দ্বিতীয় বলে হাঁকান বিশাল ছক্কা। ১৭ বলে ৪৯ রানে দাঁড়িয়ে সিঙ্গেল নিয়ে পূর্ণ করেন অর্ধশতক।

এর মধ্য দিয়েই খুলনা টাইগার্সের টপ অর্ডার ব্যাটার মাহিদুল ছাড়িয়ে গেলেন তার পূর্বসূরি রনি তালুকদারকে। ১৮ বলে হাফ সেঞ্চুরি করে গড়লেন নতুন রেকর্ড। তার ১৮ বলে করা ৫০ রান বিপিএলে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম।

 

এতদিন সেই কৃতিত্বটি ছিল রনি তালুকদারের। আজ মঙ্গলবার থেকে বিপিএলে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম ফিফটির মালিক আর রনি তালুকদার নন, সেটি মাহিদুল ইসলাম অঙ্কনের।

রনি তালুকদার ২০২৩ সালের ৬ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১৯ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। কিন্তু মঙ্গলবার শেরে বাংলা স্টেডিয়ামে ছক্কার ফুলঝুরি ছুটিয়ে রনির রেকর্ড ভেঙে দিলেন মাহিদুল। শেষ পর্যন্ত ২২ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন তিনি। তার ৪০ রানই আসে ছক্কা (৬টি) ও বাউন্ডারি (১টি) থেকে।

 

তবে বিপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরিটি সুনিল নারিনের। ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে চিটাগাং কিংসের বিপক্ষে ১৩ বলে ফিফটি করেছিলেন ক্যারিবীয় অলরাউন্ডার।