NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

রহমত শাহের রেকর্ড ডাবল সেঞ্চুরি, উল্টো জবাব দিচ্ছে আফগানিস্তান


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৪, ১২:১৮ এএম

রহমত শাহের রেকর্ড ডাবল সেঞ্চুরি, উল্টো জবাব দিচ্ছে আফগানিস্তান

আফগানিস্তান এখনও পর্যন্ত টেস্ট খেলেছে ১০টি। এর মধ্যে ২০২১ সালে আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষেই আফগান ব্যাটারদের মধ্যে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন হাশমতউল্লাহ শহিদি। ২০০ রানে অপরাজিত ছিলেন তিনি।

এবার হাশমতউল্লাহ শহিদির সেই রেকর্ড ভেঙে আফগানদের হয়ে নতুন রেকর্ড গড়লেন রহমত শাহ। বুলাওয়ে টেস্টের তৃতীয় দিন রহমত শাহ অপরাজিত থাকলেন ২৩১ রানে। অর্থ্যাৎ, রহমত শাহের সামনে ইনিংসটা আরও অনেক বড় করার সুযোগ রয়েছে। আগামীকাল কতদূর যেতে পারেন, সেটাই দেখার।

 

দীর্ঘদিন পর টেস্ট খেলতে নেমে ঘরের মাঠে আফগানিস্তানকে পেয়ে রীতিমত রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে। তিন সেঞ্চুরির ওপর ভর করে নিজেদের ক্রিকেট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ৫৮৬ রান করেছে জিম্বাবুইয়ানরা।

সিন উইলিয়ামস (১৫৪), ক্রেইগ আরভিন (১০৪) এবং ব্রায়ান বেনেটের (১১০*) ব্যাটে ভর করে ৫৮৬ রানের বিশাল স্কোর গড়ে তোলে জিম্বাবুইয়ানরা।

 

স্বাগতিকদের এই বিশাল স্কোর গড়ার যে সুখ, সেটাকে খুব বেশি স্থায়ী হতে দিলো না আফগান ব্যাটাররা। জবাব দিতে নেমে শুরুতে (৬৪ রানে) ২ উইকেট হারালেও আফগানদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রহমত শাহ এবং হাশমতউল্লাহ শহিদি মিলে ৩৬১ রানের বিশাল জুটি গড়ে তোলেন।

আফগানদের ক্রিকেট ইতিহাসে এটাই সবচেয়ে বড় রানের জুটি। এর আগে ৪র্থ উইকেট জুটিতে হাশমতউল্লাহ শহিদি এবং আসগর আফগান মিলে ৩০৭ রানের জুটি গড়েছিলেন।

 

২৩১ রানে রহমত শাহ অপরাজিত রয়েছেন। সেঞ্চুরি করেছেন অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। তিনি অপরাজিত রয়েছেন ১৪১ রানে। তৃতীয় দিন শেষে আফগানদের স্কোর ২ উইকেটে ৪২৫। জিম্বাবুয়ের চেয়ে পিছিয়ে ১৬১ রান।