NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

নড়াইলে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত


খবর   প্রকাশিত:  ১১ অক্টোবর, ২০২৪, ১০:৪২ এএম

নড়াইলে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

ফরহাদ খান,নড়াইল:নড়াইলে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (৫ আগস্ট) সকালে কোরাআনখানি, মিলাদ মাহফিল, শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, স্মৃতিচারণ, গাছের চারা বিতরণ, মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া এবং প্রার্থনার আয়োজন করা হয়।

এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শ্বাশতী শীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা।