NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

টেন্ডুলকারকে মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সম্মাননা


খবর   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৪, ১০:২৬ এএম

টেন্ডুলকারকে মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সম্মাননা

শচীন টেন্ডুলকারকে মেলবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) সম্মানসূচক সদস্যপদ প্রদান করেছে। ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে যে, ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি এই সম্মাননা গ্রহণ করেছেন, যা তার অসামান্য ক্রিকেট ক্যারিয়ারের জন্য প্রদান করা হয়েছে।

এমসিসি জানিয়েছে, ‘একজন আইকনকে আমরা সম্মান জানাচ্ছি। এমসিসি আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে, ভারতের সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকার খেলায় তার অসামান্য অবদানের জন্য সম্মানসূচক সদস্যপদ গ্রহণ করেছেন।

 

১৮৩৮ সালে প্রতিষ্ঠিত এমসিসি অস্ট্রেলিয়ার সবচেয়ে প্রাচীন ক্রীড়া ক্লাব এবং মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)-এর ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের দায়িত্বে রয়েছে। বর্তমানে এমসিজিতে অস্ট্রেলিয়া-ভারত বক্সিং ডে টেস্ট অনুষ্ঠিত হচ্ছে।

শচীন টেন্ডুলকার তার ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এমসিজিতে পাঁচটি টেস্ট ও সাতটি ওয়ানডে খেলেছেন, যেখানে ১৭ ইনিংসে ৪০ গড়ে ৬৩৯ রান সংগ্রহ করেছেন। এর মধ্যে একটি সেঞ্চুরি এবং পাঁচটি ফিফটিও রয়েছে।

 

 

এর আগে ২০১২ সাল থেকে তিনি সিডনি ক্রিকেট ক্লাবের আজীবন সদস্য, ২০১৪ সালে ইংল্যান্ডের ইয়র্কশায়ার ক্রিকেট ক্লাবের সদস্যপদ লাভ করেন এবং ২০১০ সালে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্য হন।