NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

মুক্তি পেল জয়া অভিনীত মুক্তিযুদ্ধের ছবি


খবর   প্রকাশিত:  ০৬ এপ্রিল, ২০২৫, ০১:৩৬ এএম

মুক্তি পেল জয়া অভিনীত মুক্তিযুদ্ধের ছবি

বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘নকশি কাঁথার জমিন’। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের কথা তুলে আনা হয়েছে এ সিনেমায়, বানিয়েছেন আকরাম খান।

আজ (২৭ ডিসেম্বর) শুক্রবার থেকে দেশের ছয়টি মাল্টিপ্লেক্সে দেখা যাচ্ছে সিনেমাটি। গল্পে দেখা যাবে দুই বোন রাহেলা ও সালেহাকে, যাদের বিয়ে হয় একটি পরিবারের দুই ভাই জবর ও সবরের সঙ্গে। মুক্তিযুদ্ধের সময় জবর যোগ দেন রাজাকার বাহিনীতে, কিন্তু তার ছেলে সাহেবালি যুক্ত হন মুক্তিবাহিনীতে। সবরও যোগ দেন মুক্তিবাহিনীতে, কিন্তু তার ছেলে রাহেলিল্লাহ নাম লেখান রাজাকার বাহিনীতে। পরিবারের পুরুষদের এই দ্বন্দ্বের মাঝে দুই নারীর নির্বাক প্রতিবাদ আর সংগ্রামের গল্প ‘নকশি কাঁথার জমিন’।

 

মুক্তি পেল জয়া অভিনীত মুক্তিযুদ্ধের ছবি

‘নকশি কাঁথার জমিন’ দিয়ে দেশের হলে নয় মাস পর সিনেমা মুক্তি পাচ্ছে জয়া আহসানের। গত ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল জয়ার ‘পেয়ারার সুবাস’ সিনেমাটি। গত ২৫ ডিসেম্বর আয়োজন করা হয়েছিল ‘নকশি কাঁথার জমিন’-এর এক বিশেষ প্রদর্শনী। ছবি প্রসঙ্গে জয়া আহসান জাগো নিউজকে বলেন, ‘মুক্তিযুদ্ধে অনেক সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিলেন। সেই মানুষগুলোর গল্প নিয়েই এই ছবি। তাই সাধারণ মানুষ ছবিটা দেখে কী বলছেন, সেটা জানার অপেক্ষায় আছি। যারা দেখেছেন, তারা তো খুব ভালো বলছেন।’

 

Jaya Ahsan -2

ছবিতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেজুতি, দুই ভাইয়ের চরিত্রে ইরেশ যাকের ও রওনক হাসান। আরও আছেন দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি প্রমুখ। ‘নকশি কাঁথার জমিন’ ছবিটি নিয়ে আশাবাদী জয়া। বিশেষ করে বিজয়ের মাসে সিনেমাটি মুক্তি পাওয়ায় আনন্দিত এই অভিনেত্রী।

মুক্তি পেল জয়া অভিনীত মুক্তিযুদ্ধের ছবি

 

এর আগে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘নকশী কাঁথার জমিন’। পেয়েছে কিছু পুরস্কারও। তারমধ্যে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান কম্পিটিশন বিভাগের পুরস্কার অন্যতম। পেয়েছে দক্ষিণ কোরিয়ার ১৪তম বুসান পিস ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিচার ফিল্মের পুরস্কার। রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিগস্ক্রিন প্রতিযোগিতা বিভাগেও নির্বাচিত হয়েছে ছবিটি। এ ছাড়া ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় আইসিএফটি-ইউনেসকো গান্ধী মেডেলের জন্য মনোনয়ন পেয়েছিল ‘নকশি কাঁথার জমিন’।