জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। দেশ ও দেশের বাইরে রয়েছে তার অসংখ্য ভক্ত। তার যেকোনো খবরে যারা উজ্জীবিত হন। প্রয়াত এই শিল্পীর সুর করা সুর করা ২১ বছর আগের একটি গান প্রকাশ পেল এবার।
খবর প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৪, ০৫:০৪ পিএম
জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। দেশ ও দেশের বাইরে রয়েছে তার অসংখ্য ভক্ত। তার যেকোনো খবরে যারা উজ্জীবিত হন। প্রয়াত এই শিল্পীর সুর করা সুর করা ২১ বছর আগের একটি গান প্রকাশ পেল এবার।
এটি এবি ভক্তদের জন্য অন্য রকম একটি চমক বলে জানান সুমন।
এস আই সুমন একাধারে একজন গিটারিস্ট, গায়ক, সুরকার ও সংগীত পরিচালক ও ব্রডকাস্ট অডিও ইঞ্জিনিয়ার। ১৭ বছর ধরে এনটিভিতে প্রধান অডিও ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এস আই সুমনের ৪টি অ্যালবাম রয়েছে এবং ৫টি সিঙ্গেল রয়েছে। এখন থেকে সুমন ক্লাব শোগুলোর পাশাপাশি নিয়মিত মঞ্চে পারফরম করবেন বলে জানান। সামনে তার বেশ কিছু অনুষ্ঠান রয়েছে বলে জানান। এই গানটি ২০০৪-এ এনটিভিতে প্রচার হয়েছিল কিন্তু সুমন গানটি অ্যালবাম বা একক আকারে প্রকাশ করেনি।