আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এই হামলায় নারী-শিশুসহ ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম খামা টিভি। পাকিস্তানের কর্তৃপক্ষের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, নিষিদ্ধঘোষিত পাকিস্তানি তালেবানের ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার রাতে পাকিস্তানের সীমান্তবর্তী পাকতিকা প্রদেশের বারমাল জেলার অন্তত সাতটি গ্রামে হামলা চালানো হয়েছে।