NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১৬, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

আ. লীগ ও তাদের সমর্থকদের কাজ গুজব ছড়ানো : প্রেস সচিব


খবর   প্রকাশিত:  ০৫ মার্চ, ২০২৫, ০৩:৪০ এএম

আ. লীগ ও তাদের সমর্থকদের কাজ গুজব ছড়ানো : প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, 'শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির কোনো তথ্য প্রেস উইং থেকে ছড়ানো হয়নি। হাসিনার সমর্থকদেরই কাজ গুজব ছড়ানো।'

রবিবার (২২ ডিসেম্বর) ইন্টারপোলের রেড নোটিশ জারি নিয়ে আওয়ামী লীগের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টের ছবি নিজের পেজে শেয়ার করে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন, 'বাংলাদেশ আওয়ামী লীগ আজ একটি অপতথ্য ছড়িয়ে বলেছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান এই গুজবের পেছনে রয়েছে।

'

 

তিনি আরো লেখেন, 'পরিষ্কারভাবে জানাতে চাই যে ইন্টারপোল গণহত্যাকারী শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে, এমন কোনো গুজব ছড়াইনি। কোনো সহকর্মীও এ ধরনের কোনো মন্তব্য করেননি। কোনো সাংবাদিকও তাদের সঙ্গে যোগাযোগ করেননি। গুজব ছড়ানো একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের সহযোগী ও সমর্থকদের কাজ।

'

 

প্রেস সচিব লেখেন, 'তবে এটুকু বলতে পারি, দেরিতে হোক বা দ্রুত হোক, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা, গুম ও দুর্নীতির অভিযোগে প্রত্যর্পণ চাইব।'

ভারতের উদ্দেশে তিনি বলেন, 'ভারতের সঙ্গে আমাদের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। আমরা আশা করি, ভারত এই চুক্তির প্রতি সম্মান জানাবে।'

তিনি লেখেন, 'শেখ হাসিনা ছাত্র, শ্রমিক ও এমনকি মাত্র চার বছরের শিশুরও হত্যাকারী, হাজারও মানুষের গুম-জননী, যাদের বেশিরভাগই ছিলেন বিরোধী দলের কর্মী।

বিশ্ব সম্প্রতি শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতা বুঝতে পেরেছে।'

 

প্রেস সচিব আরো বলেন, 'লাতিন আমেরিকাসহ বিশ্বের অন্যান্য দেশের স্বৈরশাসকদের গল্পগুলো বারবার প্রমাণ করে যে স্বৈরশাসকদের অধ্যায় কারাগারেই শেষ হয়।'