NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

ফ্রান্সের আদালতে পল পগবার ভাইয়ের ৩ বছরের কারাদণ্ড


খবর   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৩ এএম

ফ্রান্সের আদালতে পল পগবার ভাইয়ের ৩ বছরের কারাদণ্ড

ফিফা বিশ্বকাপজয়ী ফুটবলার পল পগবার ভাই ম্যাথিয়াস পগবাকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন ফ্রান্সের ফৌজদারী আদালত। ম্যাথিয়াসের বিরুদ্ধে চাঁদাবাজি ও অপহরণের মামলার তদন্ত শেষে এই রায় দেওয়া হয়।

আমেরিকান বার্তাসংস্থা এপির খবরে বলা হয়েছে, ম্যাথিয়াস ইতিমধ্যে বেশকিছু সময় (গ্রেপ্তারের পর থেকে রায় দেওয়া পর্যন্ত) কারাগারে পার করেছেন। বাকি সময় গৃহবন্দী অবস্থায় কাটাবেন তিনি। অর্থাৎ নিজের বাসস্থানে ইলেক্ট্রনিক ডিভাইসের মাধ্যমে কর্তৃপক্ষের পর্যবেক্ষণে থাকবেন ম্যাথিয়াস।

 

এদিকে আদালতের দেওয়া শাস্তির বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন ম্যাথিয়াসের আইনজীবী।

আশ্চর্যের বিষয় হলো- নিজের আপন ভাই পল পগবার কাছ জোর করে অর্থ আদায়ের অভিযোগে ম্যাথিয়াসকে এই শাস্তি দিয়েছেন আদালত।

 

অভিযোগে বলা হয়, ম্যাথিয়াস ও তার পাঁচ বন্ধু মিলে অস্ত্রের মুখে পল পগবার কাছ থেকে বিশাল অংকের অর্থ দাবি করেন। তারা পগবাকে ভয়ভীতি দেখান। পগবা যেহেতু আন্তর্জাতিক ফুটবলে বড় তারকা এবং বিভিন্ন ক্লাবে খেলে অনেক অর্থ আয় করেন, সেই অর্থের কিছু অংশ তাদেরকে দেওয়ার জন্য পীড়াপীড়ি করেন।

ঘটনা ২০২২ সালের। সে সময় অপরাধীরা পরিচয় গোপনের উদ্দেশ্যে হুডি পরিধান করে পল পগবার কাছ থেকে ১ কোটি ৩৬ লাখ ডলার দাবি করেন অভিযোগ করা হয়। মামলার তদন্তের সময় পগবা জানান, অস্ত্রের মুখে তাদেরকে ১ লাখ ৪ হাজার ডলার দিতে বাধ্য হয়েছেন তিনি।

ফরাসী সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এ ঘটনায় পল পগবা ২ লাখ ৪ হাজার ডলার আর্থিক ক্ষতি ও ৫২ হাজার ডলার নৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে মনে করেছেন আদালত। ফলে রায়ে বলা হয়, ম্যাথিয়াস বাদে বাকি ৫ জনকে ক্ষতিপূরণসরূপ পগবাকে এই অর্থ ফেরত দিতে হবে।

এই অপরাধের মূলহোতা রাউসডানেকে ৮ বছরের কারাদণ্ড দেন আদালত।

 

ডোপিংকাণ্ডে বর্তমানে নিষেধাজ্ঞার অধীনে আছেন পগবা। গেল বছরের আগস্টে নিষিদ্ধ খাবার গ্রহণের অভিযোগে তাকে ৪ বছরের নিষেধাজ্ঞা দেন ইতালির অ্যান্টি-ডোপিং আদালত। সম্প্রতি সেই শাস্তি ৮ মাসে নামিয়ে এনেছেন ক্রীড়াসংশ্লিষ্ট সালিশি আদালত।

আদালতের নতুন রায় অনুসারে, আগামী মার্চ থেকে ফুটবল খেলতে পগবার সামনে আর কোনো বাধা থাকবে না।

বর্তমানে ফ্রি এজেন্ট হিসেবে আছেন পগবা। চলতি মাসের শুরুর দিকে ইতালিয়ান সিরিআর ক্লাব জুভেন্টাসের সঙ্গে পারস্পরিক সমঝোতার মাধ্যমে চুক্তির বাতিল করেন ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার।

 

পগবার ভাই ম্যাথিয়াসও একজন আন্তর্জাতিক ফুটবলার। তিনি খেলেছেন আফ্রিকার দেশ গিনির হয়ে। ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত গিনির হয়ে ৫টি ম্যাচ খেলেন। ফ্রান্সের দ্বিতীয় সারির ক্লাব বেলফোর্টের হয়েও খেলেছেন এই ফরোয়ার্ড।