NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠান আগামী ১৯ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে হবে


খবর   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ১১:১৫ পিএম

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠান আগামী ১৯ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে হবে

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার মাইক্রো বিজনেস সেন্টাবের অনুষ্ঠিত হবে। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ইসি মিটিং আবারো সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত ও প্রস্তুতি নিয়ে ব্যাপক আলোচনা হয়।

 

অনুষ্ঠানের শুরুতে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ২০২৩-২০২৪ খ্রিস্টাব্দের প্রেসিডেন্ট/সেক্রেটারী দায়িত্ব হস্তান্তর করছেন নতুন কমিটির ২০২৪-২০২৫ খ্রিস্টাব্দের প্রেসিডেন্ট / সেক্রেটারীর কাছে। পরে নতুন কমিটির ১ম ইসি মিটিং অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবারে, ১৮ অক্টোবর ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ২০২৩-২০২৪ খ্রিস্টাব্দের প্রেসিডেন্ট আনসার আহমদ উল্লাহ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এবছরের শেষ প্রাণবন্ত এ অনুষ্ঠানে বিগত দিনের রিপোর্টার্স ইউনিটির বিভিন্ন ফাইল হস্তান্তর হয়। বিদায়ী প্রেসিডেন্ট আনসার আহমদ উল্লাহ ফাইল প্রদান করেন নতুন অর্থবছরের প্রেসিডেন্ট সাজিদুর রহমানের কাছে এবং বিদায়ী সেক্রেটারী জুবায়ের আহমদ নতুন সেক্রেটারি মিজানুর রহমান মীরুর কাছে সেক্রেটারীর ফাইল হস্তান্তর করেন। পরে ২য় পর্বে নতুন অর্থবছরের সভাপতি সাজিদুর রহমান ২০২৫ খ্রিস্টাব্দের বার্ষিক পরিকল্পনা তুলে ধরেন। সবাইকে শুভেচ্ছা জানান নবাগত সেক্রেটারী মিজানুর রহমান মীরু।

 

নতুন কমিটির প্রথম ইসি মিটিং এ ব্যাপারে আলোচনা শেষে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহিত হয়। বিশেষ করে ২০২৪ খ্রিস্টাব্দের ইউকেবিআরইউ অ্যাওয়ার্ড অনুষ্ঠান ও আনুষ্ঠানিক অভিষেক পর্ব এজিএমের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার অনুষ্ঠিত হবে বলে সভায় অবহিত করা হয় এবং অনুষ্ঠানের বাজেটে সকলের সাধ্যমত সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান করা হয়। এ সভায় ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির শিক্ষাবৃত্তি ২০২৫ খ্রিস্টাব্দের যথাসময়ে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। তাছাড়া এ সভায় মানবিক আবেদন ও অন্যান্য বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়। এ আলোচনায় অংশ নেন- বিদায়ী প্রেসিডেন্ট আনসার আহমদ উল্লাহ, সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ শাহেদ রাহমান, নতুন দায়িত্ব গ্রহণকারী সভাপতি সাজিদুর রহমান, নতুন সেক্রেটারী মিজানুর রহমান মীরু, বিদায়ী সেক্রেটারী জুবায়ের আহমেদ, জামাল আহমেদ খান, সাহেদা রহমান, এস কে এম আশরাফুল হুদা, আসমা মতিন, মুহাম্মদ সালেহ আহমদ, আব্দুল বাসির, এ রহমান অলি, মির্জা আবুল কাসেম ও ইমদাদুন খানম প্রমুখ।