NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

বিজয়ের সেঞ্চুরিতে খুলনার জয়


খবর   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৪, ১১:৪২ এএম

বিজয়ের সেঞ্চুরিতে খুলনার জয়

ন্যাশনাল ক্রিকেট লিগে অবশেষে দ্বিতীয় জয়ের দেখা পেল খুলনা বিভাগ। এনামুল হক বিজয়ের অনবদ্য সেঞ্চুরিতে ঢাকা বিভাগকে ২১ রানে হারিয়েছে তারা।

ব্যাটিংয়ে নেমে বিজয় ও ইমরুল কায়েসের ৪১ রানের ওপেনিং জুটির পর এক প্রান্ত আগলে রেখে আক্রমণাত্মক ব্যাটিং করেন বিজয়। ১০ চার ও ৫ ছক্কায় মাত্র ৬৬ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ৬৭ বলে অপরাজিত ১০১ রানের ঝোড়ো ইনিংসে খুলনা ৩ উইকেটে ১৮০ রান করে।

জবাবে ঢাকার শুরুটা ছিল ব্যর্থ। ৩২ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়লেও তাইবুর রহমান (৬৩*) ও মাহিদুল অঙ্কন (৪৩*) লড়াই করেন। তবে তাদের অপরাজিত ইনিংসও জয়ের জন্য যথেষ্ট হয়নি। ৪ উইকেটে ১৫৯ রানে থেমে যায় ঢাকার ইনিংস।

৩ উইকেট নিয়ে খুলনার সেরা বোলার জায়েদ উল্লাহ। এই জয়ে ৫ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৫ম স্থানে উঠে এসেছে খুলনা।