অ্যাডিডাস প্রিডেটর বুটের ৩০ বছর পূর্তি উপলক্ষে একটি নতুন বুট ডিজাইন করেছেন ডেভিড বেকহ্যাম। ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ও ইন্টার মায়ামির সহ-মালিক বেকহাম সেই সেই বিশেষ বুট লিওনেল মেসিকে উপহার হিসেবে পাঠিয়েছেন। কিংবদন্তির স্বাক্ষরিত বুটটি পাওয়ার পর বেকহামকে ধন্যবাদ জানিয়েছে মেসি।
মেসি তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘বুটগুলো আমার বাড়িতে পৌঁছে গেছে! ধন্যবাদ ডেভিড বেকহাম।