NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

ক্যারিবীয়দের ১৪৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১৬ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪৬ পিএম

ক্যারিবীয়দের ১৪৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

শেষ মুহূর্তে জ্বলে উঠেছিলো শামীম পাটোয়ারী এবং শেখ মেহেদী হাসানের ব্যাট। এ দু’জনের ছোট্ট ঝড়ে মোটামুটি একটা সম্মানজনক স্কোর হলো বাংলাদেশের। যদিও তা খুব বেশি কাজে আসবে কি না, সংশয় রয়েছে। তবুও, টস হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে লিটন দাসের দল।

শেষ মুহূর্তে ১৩ বলে ২৭ রান করেন শামীম হোসেন পাটোয়ারী। ৩টি ছক্কা এবং ১টি বাউন্ডারির মার ছিল তার এই ইনিংসে। ২৪ বলে ২৬ রানে অপরাজিত থাকেন শেখ মেহেদী হাসান। তাদের আগে ৩২ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলে যান সৌম্য সরকার।

 

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হয়েছে বাংলাদেশের টি-২০ সিরিজ। সেন্ট ভিনসেন্টের কিংসটাউনের আর্নস ভ্যালে গ্রাউন্ডে শুরুতেই টস হারলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টস হারলেও শুরুতে ব্যাট করার সুযোগ পেয়েছেন তিনি।

টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান ক্যারিবীয় অধিনায়ক রোভম্যান পাওয়েল। টস হেরে ব্যাট করতে নেমে অবশ্য শুরু থেকেই বিপর্যয়ে বাংলাদেশ দলের ব্যাটিং। সৌম্য সরকার ছাড়া আর কোনো ব্যাটারই বলতে গেলে সেভাবে দাঁড়াতে পারেননি। একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন।

 

টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানের মাথায় আউট হন তানজিদ হাসান তামিম। ১১ বলে ৬ রানে আউট হন তানজিদ তামিম। অধিনায়ক লিটন দাস মারলেন গোল্ডেন ডাক। আকিল হোসেইনের হাতে রিটার্ন ক্যাচ দিয়ে ফেরেন লিটন।

এরপর ১১ বলে ৮ রান করে আউট হন আফিফ হোসেইন ধ্রুব। ৩০ রানে ৩ উইকেট হারিয়ে দারুণ বিপদে পড়ে বাংলাদেশ। এরপর সৌম্য সরকার এবং জাকের আলী অনিক মিলে ৫৭ রানের জুটি গড়েন। ২৭ বলে ২৭ রান করে আউট হয়ে যান জাকের আলী অনিক।

এরপর জুটি বাধেন সৌম্য সরকার এবং শেখ মেহেদী হাসান। দলীয় ৯৬ রানের মাথায় বোল্ড হয়ে যান সৌম্য সরকার। ৩২ বল খেলে সর্বোচ্চ ৪৩ রান করে তিনি বোল্ড হয়ে যান ওবেদ ম্যাকয়ের বলে। ২টি বাউন্ডারি ও ৩টি ছক্কার মার মারেন তিনি।

 

সৌম্য ফিরে যাওয়ার পর শামীম হোসেন পাটোয়ারী ব্যাট করতে নেমে ঝড় তোলেন। ১৩ বলে ২৭ রানের সেই ঝড়ে ছিল ৩টি বাউন্ডারি এবং ১টি ছক্কার মার। তবে দলীয় ইনিংসের ১ বল বাকি থাকতে ছক্কা মারতে গিয়ে আউট হন শামীম। শেখ মেহেদী হাসান ২৪ বলে ২ বাউন্ডারি আর ১ ছক্কায় অপরাজিত থাকেন ২৬ রানে। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, আফিফ হোসেন, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।

 

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

 

ব্রেন্ডন কিং, জনসন চার্লস, নিকলাস পুরান, আন্দ্রে ফ্লেচার, রোভমান পাওয়েল (অধিনায়ক), রোমারিও শেফার্ড, রস্টোন চেজ, আকিল হোসেইন, গুদাকেশ মোতি, অ্যালজারি জোসেফ, ওবেদ ম্যাককয়।