এক ওয়েডিং ফটোশুটের ছবি প্রকাশ করে নতুন করে আলোচনায় চিত্রনায়িকা শবনম বুবলী। বধুর বেশে তোলা অভিনেত্রীর কিছু ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ছবিগুলো নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বুবলীর বিয়ের ছবি ভেবে মন্তব্য করে বসেছেন।
খবর প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৫, ০৩:০৯ এএম
এক ওয়েডিং ফটোশুটের ছবি প্রকাশ করে নতুন করে আলোচনায় চিত্রনায়িকা শবনম বুবলী। বধুর বেশে তোলা অভিনেত্রীর কিছু ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ছবিগুলো নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বুবলীর বিয়ের ছবি ভেবে মন্তব্য করে বসেছেন।
মূলত গৌতম সাহার কোরিওগ্রাফিতে বউ সাজেন বুবলী।
এ প্রসঙ্গে গণমাধ্যমকে বুবলী বলেন, ‘সবসময় কিছু ভিন্নতা না আনলে সেটা নিয়ে আলোচনা হয় না। আমরা ফটোশুটের সময় জানতাম, এটা নিয়ে আলোচনা হবে। কেউ পজেটিভলি নিবে, কেউ বিষয়টা ভিন্নভাবে দেখবে। সেদিক থেকে আমরা সাকসেস, কারণ সবাই এটা নিয়ে কথা বলছে।’
অল্প বয়সী ছেলের সঙ্গে ফটোশুট প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা যদি নতুনদের সঙ্গে কাজ না করি, বিশেষ করে আমার ক্যারিয়ারের ৮-৯ বছর হয়ে গেছে।
বর্তমানে নিজের আসন্ন সিনেমার শুটিংয়ে ব্যস্ত বুবলী। এ বছর পর্দায় সেভাবে দেখা না গেলেও আগামী বছর বেশ কয়েকটি সিনেমা নিয়ে আসছেন তিনি। শিগগিরই নতুন সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়াও হাতে রয়েছে ‘চাদর’, ‘জংলি’, ‘পুলসিরাত’, ‘প্রেম পুরাণ’, সাইফ চন্দনের ‘কয়লা’, ‘তুমি যেখানে আমি সেখানে’, ‘ছায়া’সহ বেশ কয়েকটি সিনেমা।