NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

শ্বাসরুদ্ধকর জয়ে শেষ ষোলোর কাছাকাছি বার্সেলোনা


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৪, ০৮:২৬ এএম

শ্বাসরুদ্ধকর জয়ে শেষ ষোলোর কাছাকাছি বার্সেলোনা

থ্রিলার ম্যাচে শেষ সময়ের গোলে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে বার্সেলোনা। ফলাফল নির্ধারণী গোলটি ৮৫ মিনিটে করেন বার্সেলোনার ফেরেন তোরেস। শ্বাসরুদ্ধকর ৩-২ গোলের জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর কাছাকাছি চলে গেছে বার্সা।

৩৬ দলের প্রতিযোগিতায় সেরা ৮ দল যাবে সরাসরি শেষ ষোলোতে। পরবর্তী ১৬টি দল একে অপরের বিপক্ষে প্লে-অফ খেলে শেষ ষোলো নিশ্চিত করবে ৮ দল। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে বার্সা আছে দ্বিতীয় স্থানে। হাতে আছে এখনো দুই ম্যাচ। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ডর্টমুন্ড নেমে গেছে ৯ নম্বরে।

 

বুধবার নিজেদের মাঠ সিগনাল ইদুনা পার্কে দুইবার পিছিয়ে পড়েও ম্যাচে ফিরেছিল ডর্টমুন্ড। যদিও শেষ পর্য্ন্ত কাঙ্ক্ষিত জয়টি পায়নি তারা।

থ্রিলার ম্যাচে ৫ গোলের সবগুলোই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫২ মিনিটে অচলাস্থা ভাঙেন বার্সার ফরোয়ার্ড রাফিনহা। এতে ১-০ গোলে এগিয়ে যায় সফরকারীরা।

 

সমতায় ফিরতে ডর্টমুন্ডের সময় লাগে ৮ মিনিট। ৫৯ মিনিটে বার্সার পাউ কুবার্সি ডি-বক্সের ভেতর ফাউল করলে তাকে হলুদ কার্ড দেখান রেফারি। পেনাল্টিকে গোলে পরিণত করতে ভুল করেনি ডর্টমুন্ডের সারহাউ গুইরেসি।

৭৫ মিনিটে তোরেসের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। ৩ মিনিট পরই কুইরেসির দ্বিতীয় গোলে ২-২ সমতায় ফেরে ডর্টমুন্ড। ৮৫ মিনিটে ইয়ামালের পাস থেকে দুর্দান্ত এক শটে গোল করেন বার্সার স্প্যানিশ ফরোয়ার্ড তোরেস। এতে ম্যাচের ব্যবধান দাঁড়ায় ৩-২।

 

শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচে ফেরার আর সুযোগ পায়নি ডর্টমুন্ড। ফলশ্রুতিতে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই ক্যাম্প ন্যুতে ফেরত আসে বার্সা।