বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার গোল্ডেন গ্লোবের ৮২তম আসরের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। আর এ বছর মনোনয়নে চালকের আসনে সংগীতনির্ভর থ্রিলার ‘এমিলিয়া পেরেস’। সর্বাধিক ১০টি শাখায় মনোনীত হয়েছে ফ্রান্সের জ্যাক অডিয়ার পরিচালিত সিনেমাটি। দ্বিতীয় সর্বোচ্চ সাতটি মনোনয়ন পেয়েছে ভেনিস চলচ্চিত্র উৎসবে রৌপ্য সিংহ পুরস্কার জয়ী যুক্তরাষ্ট্রের ব্র্যাডি কোর্বেট পরিচালিত ‘দ্য ব্রুটালিস্ট’।
ছয়টি বিভাগে মনোনীত হয়েছে এডওয়ার্ড বার্গার পরিচালিত ‘কনক্লেভ’।
সোমবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে গোল্ডেন গ্লোবসের ২৭টি বিভাগে মনোনীতদের নাম ঘোষণা করা হয়। একনজরে দেখে নিন ৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের সম্পূর্ন মনোনয়ন তালিকা।
সেরা চলচ্চিত্র (ড্রামা)
দ্য ব্রুটালিস্ট (এ২৪)
অ্যা কমপ্লিট আননোন (সার্চলাইট পিকচার্স)
কনক্লেভ (ফোকাস ফিচার্স)
ডুন: পার্ট টু (ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)
নিকেল বয়েজ (অ্যামাজন এমজিএম স্টুডিওস)
সেপ্টেম্বর ফাইভ (প্যারামাউন্ট পিকচার্স)।
সেরা টিভি সিরিজ (ড্রামা)
দ্য ডে অব দ্য জ্যাকাল (পিকক)
দ্য ডিপ্লোম্যাট (নেটফ্লিক্স)
মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ (প্রাইম ভিডিও)
শোগুন (এফএক্স/হুলু)
স্লো হর্সেস (অ্যাপল টিভি প্লাস)
স্কুইড গেম টু (নেটফ্লিক্স)।
সেরা অভিনেতা (ড্রামা সিরিজ)
ডোনাল্ড গ্লোভার (মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ)
জেক জিলেনহাল (প্রিজিউমড ইনোসেন্ট)
গ্যারি ওল্ডম্যান (স্লো হর্সেস)
এডি রেডমেইন (দ্য ডে অব দ্য জ্যাকাল)
হিরোয়ুকি সানাদা (শোগুন)
বিলি বব থর্নটন (ল্যান্ডম্যান)।
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ)
ক্যাথি বেটস (ম্যাটলক)
এমা ডা’র্চি (হাউস অব দ্য ড্রাগন)
মায়া আর্সকিন (মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ)
কিরা নাইটলি (ব্ল্যাক ডাভস)
কেরি রাসেল (দ্য ডিপ্লোম্যাট)
অ্যানা সোয়াই (শোগুন)।
সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি)
অ্যাবট এলেমেন্টারি (এবিসি)
দ্য বেয়ার (এফএক্স/হুলু)
দ্য জেন্টেলম্যান (নেটফ্লিক্স)
হ্যাকস (এইচবিও/ম্যাক্স)
নোবডি ওয়ান্টস দিস (নেটফ্লিক্স)
অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং (হুলু)।
সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি সিরিজ)
অ্যাডাম ব্রডি (নোবডি ওয়ান্টস দিস)
টেড ড্যানসন (অ্যা ম্যান অন দি ইনসাইড)
স্টিভ মার্টিন (অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং)
জেসন সিগেল (শ্রিঙ্কিং)
মার্টিন শর্ট (অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং)
জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বেয়ার)।
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি সিরিজ)
ক্রিস্টেন বেল (নোবডি ওয়ান্টস দিস)
কিন্টা ব্রানসন (অ্যাবট এলেমেন্টারি)
আয়ো এডেবিরি (দ্য বেয়ার)
সেলিনা গোমেজ (অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং)
ক্যাথরিন হান (অ্যাগাটা অল অ্যালং)
জিন স্মার্ট (হ্যাকস)।
সেরা লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি
বেবি রেন্ডিয়ার (নেটফ্লিক্স)
ডিসক্লেইমার (অ্যাপল টিভি প্লাস)
মনস্টারস: দ্য লাইল অ্যান্ড এরিক মেনেন্দেজ স্টোরি (নেটফ্লিক্স)
দ্য পেঙ্গুইন (এইচবিও/ম্যাক্স)
রিপ্লি (নেটফ্লিক্স)
ট্রু ডিটেক্টিভ: নাইট কান্ট্রি (এইচবিও/ম্যাক্স)।
সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি)
কলিন ফারেল (দ্য পেঙ্গুইন)
রিচার্ড গাড (বেবি রেন্ডিয়ার)
কেভিন ক্লাইন (ডিসক্লেইমার)
কুপার কোচ (মনস্টারস: দ্য লাইল অ্যান্ড এরিক মেনেন্দেজ স্টোরি)
ইওয়ান ম্যাকগ্রেগর (অ্যা জেন্টেলম্যান ইন মস্কো) এবং অ্যান্ড্রু স্কট (রিপ্লি)।
২০২৫ সালের ৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বেভারলি হিলসের দ্য বেভারলি হিলটন হোটেলে জমকালো অনুষ্ঠানে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস প্রদান করা হবে। এবারের আসর সঞ্চালনা করবেন এমি অ্যাওয়ার্ড মনোনীত আমেরিকান কমেডিয়ান ও অভিনেত্রী নিকি গ্লেজার।