খবর প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৪, ০৩:২৬ পিএম
নিউইয়র্কে সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটির নির্বাচনে জয়ী না হতে পারলেও বিজয়ী সেলিম-আলী প্যানেলের সাথে কমিউনিটির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে রুহুল-জাহিদ প্যানেল। গত ২ ডিসেম্বর উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত রুহুল-জাহিদ প্যানেল আয়োজিত কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠানে এ প্রত্যয় ব্যক্ত করেন প্যানেলের সকল সদস্যরা। এ সময় অনুষ্ঠানে উপস্থিত বিজয়ী সেলিম-আলী প্যানেলের নব নির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী রুহুল-জাহিদ প্যানেলকে সাথে নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
এদিকে নির্বাচনে জয়ী না হয়েও রুহুল-জাহিদ প্যানেল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করার উদ্যোগকে ঐক্যের নজির হিসেবে দেখছেন বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দরা। এর আগে সেলিম-আলী প্যানেলের বিজয় সমাবেশেও অংশ নেন রুহুল-জাহিদ প্যানেলের নেতৃবৃন্দরা। সেলিম-আলী ও রুহুল-জাহিদ প্যানেলের সম্প্রীতি ও ভ্রাতৃত্ববন্ধন কমিউনিটিতে বেশ প্রশংসা কুড়াচ্ছে।
কমিউনিটির অনেকেই বলছেন, কমিউনিটিতে নেতৃত্বের কোন্দল এবং নানান অনৈক্যে নিউইয়র্কে বাংলাদেশি সংগঠনগুলোতে দ্বিধাবিভক্তি ও ভাঙন দেখা যায়। কিন্তু নিউইয়র্কে বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক সেই ভাঙনের মাঝে ঐক্যের প্রতীক হয়ে আছে। আর এ সংগঠনের নির্বাচনকে ঘিরে কিছুটা দ্বিধাবিভক্তির সৃষ্টি হয়েছিলো। নির্বাচন পরবর্তী সময়ে সেই মতানৈক্যকে দূরে ঠেলে সোসাইটির ঐতিহ্য ও কমিউনিটির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ে রুহুল-জাহিদ প্যানেলের ঘোষণায় বাংলাদেশ সোসাইটির কার্যক্রম আরো ত্বরাণি¦ত হবে। আমব্রেলা সংগঠনের নেতৃত্বে দ্বিধাবিভক্ত প্রবাসী কমিউনিটি ও আঞ্চলিক সংগঠনগুলো ঐক্যের পথে ফিরবে এমন আশাবাদ প্রবাসী বাংলাদেশিদের।
সোমবার কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠানে রুহুল-জাহিদ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব জে মোল্লা সানির সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি আতোয়ারুল আলম। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির বিদায়ী সভাপতি মোহাম্মদ রব মিয়া, নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম, বিদায়ী সাধারণ সম্পাদক ও রুহুল-জাহিদ প্যানেলের সভাপতি প্রার্থী মো. রুহুল আমিন সিদ্দিকী, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, নবনির্বাচিত সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, রুহুল-জাহিদ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী জাহিদ মিন্টু, জালালাবাদ অ্যাসোসিয়েশনের একাংশের সভাপতি মইনুল ইসলাম, বুরহান উদ্দিন কফিল প্রমুখ।
অনুষ্ঠানে বিয়ানীবাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের একাংশের সাবেক সভাপতি শাহীন কামালী ও বর্তমান কোষাধ্যক্ষ ময়নু জামান চৌধুরী, কবি গৌছ খান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট টি মোল্লা, মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, শাহাদাৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।