NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

টেস্ট চ্যাম্পিয়নশিপ, ফাইনালের যত কাছে যাচ্ছে প্রোটিয়ারা তত দূরে যাচ্ছে ভারত


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৪, ১২:২৯ এএম

টেস্ট চ্যাম্পিয়নশিপ, ফাইনালের যত কাছে যাচ্ছে প্রোটিয়ারা তত দূরে যাচ্ছে ভারত

দীর্ঘ সময় ধরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষস্থানে রাজত্ব করছিল ভারত। তবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন টেস্টের সিরিজে ধবলধোলাই হওয়ার পর সেই রাজত্ব হারায় তারা। অবশ্য এখন শুধু রাজত্বই নয়, সর্বশেষ দুইবারের রানার্সআপরা ফাইনাল থেকেই ছিটকে যাওয়ার পথে।

ভারতের ভাগ্য এখন নির্ভর করছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও শ্রীলঙ্কার হাতে।

তার আগে অবশ্য নিজেদের কাজটা সেরেও রাখতে হবে রোহিত শর্মাদের। অন্যথা ফাইনালের টিকিট পাওয়ার সম্ভাবনা শেষ হবে। এ জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ তিন টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে হবে তাদের। অন্যদিকে পাকিস্তান যদি দক্ষিণ আফ্রিকাকে তিন টেস্টের সিরিজে হারাতে পারে তাহলেও ভারত ফাইনালে খেলতে পারে।
একইভাবে শ্রীলঙ্কা যদি অস্ট্রেলিয়াকে দুই টেস্টে হারাতে পারে তখন লাভ হবে ভারতের। ভারতের চেয়ে অবশ্য কাজটা সহজ দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার।

 

4

কেননা ভারত ছিটকে পড়ায় শীর্ষস্থান নিয়ে মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার মধ্যে। টেস্ট জয়ের পর কখনো অস্ট্রেলিয়া চূড়ায় উঠতেছে, আবার কখনো ম্যাচ জয়ে প্রোটিয়ারা।

আজও যেমন শ্রীলঙ্কাকে পোর্ট এলিজাবেথ টেস্টে ১০৯ হারিয়ে দুই টেস্ট সিরিজে ধবলধোলাই করে শীর্ষে উঠেছে। এখন পর্যন্ত ১০ টেস্টে ৬৩.৩৩০ শতাংশ জয়ের হারে শীর্ষে টেম্বা বাভুমার দল। অন্যদিকে ১৪ টেস্টে ৬০.৭১০ শতাংশ জয়ের হারে দুইয়ে অস্ট্রেলিয়া। তিন থাকা ভারত ১৬ টেস্টে ৫৭.২৯০ শতাংশ জয় পেয়েছে।

 

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত হবে দক্ষিণ আফ্রিকার।

বিষয়টা এমন হয়ে গেছে যে প্রোটিয়ারা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কাছাকাছি যাচ্ছে আর ভারত দূরে সরে যাচ্ছে। অন্যদিকে অস্ট্রেলিয়া ঘরের মাঠের সিরিজে ভারতকে হারাতে পারলেই ঝামেলা শেষ। তবে ৩-২ ব্যবধানে হেরে গেলে শ্রীলঙ্কায় গিয়ে দুটি ম্যাচই জিততে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। অন্যথা লর্ডসের ফাইনালে ভারতকে দেখা যেতে পারে।