NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ১, ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
৫০ কোটির প্রকল্প ২৫ কোটিতেই সম্পন্ন, প্রধান উপদেষ্টার প্রশংসা আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা মহান মে দিবস আজ আমি পোপ হতে চাই, এটাই এক নম্বর পছন্দ: ট্রাম্প ভারত-পাকিস্তান উত্তেজনা, ১০ ফ্লাইট বাতিল করলো পিআইএ তিন নায়কের প্রতিদ্বন্দ্বিতা, জমজমাট ঢালিউড চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় নিরলস কাজ করছে সরকার - আদিলুর রহমান জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের ট্রাম্পের ১০০ দিন ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বদলে যাচ্ছে বিশ্বব্যবস্থা
Logo
logo

ঐক্যবদ্ধ শক্তির কারণে স্বৈরাচার বিদায় নিয়েছে-তারেক রহমান


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০২:২৫ এএম

ঐক্যবদ্ধ শক্তির কারণে স্বৈরাচার বিদায় নিয়েছে-তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দুই বছর আগে আমরা রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা দিয়েছিলাম। আমাদের আত্মবিশ্বাস ছিল, স্বৈরাচারী শেখ হাসিনার সরকার বিদায় নিচ্ছে। তবে জানা ছিল না কবে স্বৈরাচারের বিদায় হবে। এই ৩১ দফা তৃণমূল জনসাধারণের দ্বারে দ্বারে নিয়ে যেতে হবে।

তারপর জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করতে পারব।’

 

গতকাল শনিবার বিকেলে ফরিদপুর বিভাগীয় বিএনপি নেতাকর্মীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। তিনি বলেন, ‘৩১ দফায় জনগণের সমর্থন নেওয়া এবং আস্থা অর্জন ও ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের। জনগণকে আস্থায় রাখতে হলে সবাইকে নিয়ে একযোগে কাজ করতে হবে।

 

বিএনপির একার আন্দোলনে স্বৈরাচার পালিয়ে যায়নি মন্তব্য তিনি বলেন, সকল দল কাজ করেছে, সকল মানুষ একত্র হয়েছিল বলেই স্বৈরাচার বিদায় নিয়েছে।

তারেক রহমান বলেন, ‘আমাদের ওপর জনগণের আস্থা আছে ভেবে ঘরে বসে থাকলে চলবে না। আমরা দেশে একটা জবাবদিহির জায়গা প্রতিষ্ঠা করতে চাই। মেয়র, ইউপি চেয়ারম্যান ও সমাজের প্রতিনিধিত্বশীল কোনো ব্যক্তিই জবাবদিহির ঊর্ধ্বে নন।

শেখ হাসিনার সময় জবাবদিহি ছিল না মন্তব্য করে তিনি বলেন, জবাবদিহি থাকলে ফরিদপুর থেকে দুই হাজার কোটি টাকা পাচার হতো না।’

 

তিনি বলেন, ‘দেশের এমন এক অবস্থা আমরা গড়ে তুলতে চাই যেখানে চিকিৎসার জন্য দেশের মানুষকে দেশের বাইরে যেতে হবে না, ছাত্ররা শিক্ষাজীবন শেষ করে কাজ করলে কৃষক তার পণ্যের ন্যায্য দাম পাবেন। স্বৈরাচারকে যেভাবে আমরা একতাবদ্ধ হয়ে উত্খাত করেছি তেমনি জবাবদিহি প্রতিষ্ঠার জন্য আমাদের একত্রে কাজ করে যেতে হবে।’

ফরিদপুর সদর উপজেলা পরিষদের অডিটরিয়ামে বিভাগীয় বিএনপির আয়োজনে সভায় সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, হাসিনার অন্যায় অত্যাচার নিযাতন জুলুমের প্রতিবাদ হচ্ছে বিএনপির এই ৩১ দফা। এটি একটি মানবিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের বুকলেট।

 

সভায় প্রধান বক্তা ইসমাইল জবিউল্লাহ বলেন, হাসিনামুক্ত হওয়ার পর বাংলাদেশের বুকের ওপর জগদ্দল পাথর হয়ে বসে থাকা পাথর সরে গেলেও বাংলাদেশ বিপদমুক্ত নয়।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মো. জহিরুল হক শাহজাদা মিয়া, তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদি আমিন, কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সাবেক সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, কেন্দ্রীয় বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইসা, জেলা কৃষক দলের সভাপতি মামুন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনিরুল ইসলাম মিঠু, ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস প্রমুখ।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এই বিভাগীয় কর্মশালা শুরু হয়ে বিকেল সাড়ে ৫টায় শেষ হয়। কর্মশালায় বিভিন্ন জেলার নেতাদের নানা প্রশ্নের জবাব দেন তারেক রহমান।