NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

এমএলএসের বর্ষসেরা হয়েও কিসের আক্ষেপ মেসির


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৪:০৭ পিএম

এমএলএসের বর্ষসেরা হয়েও কিসের আক্ষেপ মেসির

এমএলএসের বর্ষসেরা নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। কাল লিগের পক্ষ থেকে এক বিবৃতিতে ‘ল্যান্ডন ডোনোভ্যান মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ হিসেবে মেসির নাম ঘোষণা করা হয়। 

২০১৫ সালে যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ফুটবলার ল্যান্ডন ডোনোভ্যানের নাম অনুসারে পুরস্কারটির নামকরণ করা হয় ‘ল্যান্ডন ডোনাভ্যান এমএলএস মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার।’

এমএলএসে ২০২৪ মৌসুমের ৩৪ ম্যাচের মধ্যে ১৯ ম্যাচ খেলেছেন মেসি।

তাতে গোল করেছেন ২০টি, করিয়েছেন আরো ১৬টি। দলকে সাপোর্টার্স শিল্ড পুরস্কার জেতাতে রেখেছেন বড় অবদান। এর স্বীকৃতিস্বরূপ পেলেন এই পুরস্কার। 

 

এই সিজনে রেকর্ড ৭৪ পয়েন্ট তুলতে পেরেছে মেসির দল।

যদিও চ্যাম্পিয়ন-নির্ধারণের প্লে-অফ পর্বে মায়ামির যাত্রা থেমে গেছে। বর্ষসেরা হয়েও তাই চ্যাম্পিয়ন না হওয়ার আক্ষেপ ঝরেছে মেসির কণ্ঠে, ‘এই পুরস্কারটি আমি ভিন্ন এক পরিস্থিতিতে, শনিবারের ফাইনালের সময় নিতে চাইতাম। এবারের এমএলএসে আমাদের অনেক বড় স্বপ্ন ছিল। সেটা হয়নি।
পরের মৌসুমে আমরা আরো শক্তিশালী হয়ে ফিরে চেষ্টা করব।’ শনিবার লিগের ফাইনালে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি ও নিউ ইয়র্ক রেড বুলস খেলবে।

 

মেসি ২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর এবারই প্রথম পূর্ণ মৌসুম খেলেছেন। মায়ামিতে নিজের প্রথম মৌসুমে ১৪ ম্যাচে ১১ গোল করেন মেসি। সতীর্থদের দিয়ে করান ৫ গোল।

সেবার দলকে এনে দেন লিগস কাপের ট্রফি, যা ক্লাবটির ইতিহাসের প্রথম শিরোপা।

 

ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এমএলএসের সেরা খেলোয়াড় হওয়ার কীর্তি গড়েছেন মেসি।  ভোট পেয়েছেন সর্বোচ্চ ৩৮.৪৩ শতাংশ। । দ্বিতীয় সর্বোচ্চ ৩৩.৭০ ভোট পেয়েছেন কুচো হার্নান্দেস। লুইস সুয়ারেজ পেয়েছেন  ২.১৭ শতাংশ ভোট।