NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১৯, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
নির্বাচন ডিসেম্বরেই হতে পারে তবে জুনের পরে নয় : প্রধান উপদেষ্টা নিউইয়র্কে ব্রুকলিন ব্রিজে জাহাজের ধাক্কায় নিহত ২, আহত ১৯ ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হতেই গাজা-ইয়েমেনে ইসরায়েলি হামলা জোরদার বিমানবন্দরে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক টাইব্রেকারে হেরে বাংলাদেশের যুবাদের কান্না ৯ মাসে জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলা, নিহত ২ : বাংলাফ্যাক্ট সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর: কূটনীতির আলোচনায় উপেক্ষিত মানবাধিকার আরব আমিরাতকে হারিয়ে সিরিজে শুভ সূচনা টাইগারদের মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা
Logo
logo

ইকুয়েডরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৫:১৪ পিএম

ইকুয়েডরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

দক্ষিণ ইকুয়েডরে একটি যাত্রীবাহী বাস এবং একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আটজন আহত হয়েছে বলে উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। 

ইসিইউ ৯১১ এজেন্সি হোয়াটসঅ্যাপে বলেছে, ‘এখন পর্যন্ত ১৬ জন নিহত এবং আটজন আহত হয়েছে।

দুর্ঘটনাটি পেরুর সীমান্তবর্তী ইকুয়েডরের লোজা প্রদেশে ঘটেছিল।’ সংস্থাটি আরো বলেছে, ‘অগ্নিনির্বাপক কর্মী, জাতীয় পুলিশ এবং জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের ইউনিটগুলো ঘটনাস্থলে কাজ করছে।’

 

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে বাসটির সংঘর্ষ হয় এবং উল্টে যায়। লোজার গভর্নর আলেকজান্দ্রা জারা এ দুর্ভাগ্যজনক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

 

 

নিরাপত্তা নিশ্চিত করতে এবং উদ্ধার অভিযানের সুবিধার্থে পুলিশ রাস্তা বন্ধ করে রাখে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম এক্স-এ গভর্নর আলেকজান্দ্রা বলেছেন, ‘প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রস্তুত রয়েছে।’

সড়ক দুর্ঘটনা ইকুয়েডরে মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে একটি। সরকারি পরিসংখ্যান অনুসারে, দেশটিতে ২০২৩ সালে প্রায় ২১ হাজার দুর্ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় ২ হাজার ৪০০ জন নিহত হয়েছে। 

 

সূত্র : এএফপি