এবারই প্রথম নয়, আগেও এমন পরিস্থিতিতে পড়েছিলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। কনসার্টে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন তিনি। সম্প্রতি একটি কনসার্টে ইমনকে বাংলা গান না গাওয়ার অনুরোধ করেছিলেন এক শ্রোতা। সেটির জবাব তিনি কড়া ভাষায় দিয়েছিলেন।
খবর প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৫, ০৩:০৮ এএম
এবারই প্রথম নয়, আগেও এমন পরিস্থিতিতে পড়েছিলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। কনসার্টে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন তিনি। সম্প্রতি একটি কনসার্টে ইমনকে বাংলা গান না গাওয়ার অনুরোধ করেছিলেন এক শ্রোতা। সেটির জবাব তিনি কড়া ভাষায় দিয়েছিলেন।
এদিন ইমন চক্রবর্তীর পারফরম্যান্সের সময় দর্শকদের মধ্য থেকে কেউ তাকে বাংলা গান না গাওয়ার অনুরোধ করেন।
তিনি আরো বলেন, ‘ফালতু জিনিস করবে না।
এর আগেও একবার একটা শোতে ইমনকে একই অনুরোধ করা হয়।
সেদিনের কথা প্রসঙ্গে পরে এই গায়িকা বলেন, ‘বন্ধু আমার রসিয়া হয়ে যাওয়ার পর প্রায় শেষে বা শেষ আগের আগে এমন কিছু একটা হবে, আমি ঠিক করি একটা রবীন্দ্রসংগীত শোনাব। আমার এখনো মনে আছে মঞ্চের ঠিক ডান দিকে দাঁড়িয়ে একটা ছেলে, বাচ্চা ছেলে কত বয়স হবে? এই ১৭ বা ১৮! বলেছিল, ‘দিদি রবীন্দ্রসংগীত শুনব না।’
ইমন আরো বলেন, ‘আর এইটা যেই বলেছে আর আমার কানে এসেছে। আর আমি সঙ্গে সঙ্গেই ওইটা বলে ফেলেছি। আমার এই কথাটা বলার জন্য কোনো দুঃখ নেই। এটার জন্য আমাকে কাউকে কোনো কৈফিয়ত দেওয়ার দরকার নেই যে আমি ঠিক বলেছি নাকি ভুল বলেছি। যে যার মতো করে ধরে নেবে। বাংলায় থেকে আমি যদি রবীন্দ্রনাথের গান শোনাতেই না পারলাম, একটা মঞ্চে উঠে তাহলে আমি কেন গান গাই?’