NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

মধ্যরাতে যে কারণে স্ক্রিনশট সামনে আনলে ফারিয়া শাহরিন


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৪, ০১:৫২ এএম

মধ্যরাতে যে কারণে স্ক্রিনশট সামনে আনলে ফারিয়া শাহরিন

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মধ্য দিয় শোবিজে পা রাখেন অভিনেত্রী ফারিয়া শাহরিন। এরইমধ্যে কাজ করেছেন বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে। তবে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’র সুবাদে অন্তরা’চরিত্র দিয়ে দর্শকমহলে প্রশংসিত হন তিনি। বিয়ে করেছেন বেশ কয়েক বছর হলো।

কন্যাসন্তানের মাও হয়েছেন ইতোমধ্যে। ফলে অভিনয়ে এখন নেই তিনি। কদিন আগে ঘোষনা দিয়েছেন আপাতত নাটক করবেন না, তবে ভালো বিজ্ঞাপন হলে করবেন।

 

ওই পোস্টে ফারিয়া জানান, ‘যারা মাঝখানে আমাকে ফোন করেছিলেন, মেসেজ করেছিলেন কাজের জন্য, সরি আমি কারো ফোন ধরতে পারিনি, মেসেজের রিপ্লাইও করতে পারিনি।

কারণ, ওই ফোনটাই আমি অনেক দিন ইউজ করিনি। তাই সবার রিপ্লাই একসাথে দিচ্ছি, আপাতত নাটক এ কাজ করছি না। কবে করবো এটাও জানিনা। কিন্তু ভালো টিভিসি হলে করবো, ধন্যবাদ।

 

অভিনেত্রীর নাটক থেকে বিরতি নেওয়ার ঘোষণায় হতাশ হয়েছেন তার ভক্তরা। এরই মধ্যে সোমবার মধ্যরাতে এক সাংবাদিক ফারিয়াকে মেসেজে জানান, তার নাটক ছেড়ে দেওয়ার খবরে কষ্ট পাচ্ছেন।

সেই সাংবাদিকের মেসেজ তুলে ধরে সোমবার দিবাগত রাতেই আবারও একটি স্ট্যাটাস দেন ফারিয়া শাহরিন। যেখানে তিনি জানান, নাটক থেকে আপাতত বিরতি নিচ্ছেন। পুরোপুরি ছেড়ে দিচ্ছেন না।

 

অভিনেত্রী লেখেন, ‘রাত আড়াইটায় আমি এই স্ট্যাটাস দিতে বাধ্য হলাম। এক সাংবাদিক ভাইয়ের মেসেজ দেখে খারাপ লাগলো। সে বললো, আমি নাটক ছেড়ে দিচ্ছি, সেই খবরটি প্রকাশ করতে তার খুব কষ্ট হচ্ছে। চিল ব্রো। আমি বলছি, আপাতত করছি না। কবে করবো জানিনা। তার মানে হলো একটু বিরতিতে আছি। তার মানে এই নয়, আমি নাটক ছেড়ে দিচ্ছি একেবারে।

এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে ফারিয়া শাহরিন বলেন, ‘যেসব সাংবাদিক ভাইয়া নিউজ করছেন আমি নাটক ছেড়ে দিছি, তারা দয়াকরে আমার স্ট্যাটাস ভালো করে পড়বেন। ভুল নিউজ ছড়াবেন না, আমার অনুরোধ।’