অনেকে সেই কনসার্টের কিছু মুহূর্তের ভিডিও পোস্ট করেছেন। সেই সঙ্গে পোস্টটি শেয়ার হয়েছে কয়েক হাজার।
আতিফ ‘তেরা হুনে লাগা’, ‘ম্যায় তেনু সামজাওয়ান কি’, ‘ও রে প্রিয়া’, ‘মেরে পিয়া ঘর আয়া’সহ তার প্রায় সব জনপ্রিয় গান দিয়ে দর্শককে মাতিয়ে রেখেছিলেন। এমনকি কনসার্টের ফাঁকে এই গায়ক বলেন, ‘বাংলাদেশ আমার সেকেন্ড হোম, এখানকার দর্শকের ভালোবাসা নেয়ার জন্য আমি অপেক্ষায় থাকি। সবার প্রতি কৃতজ্ঞতা।’
শুধু গান নয়, কনসার্টের দিন ঢাকার রাস্তায় নামাজ পড়ে আলোচনায় আসেন আতিফ আসলাম। একটি ভিডিও ভাইরাল হয় আতিফের সেখানে দেখা যায় ঢাকার রাস্তায় নামাজ পড়ছেন এই জনপ্রিয় গায়ক। এ ব্যাপারে কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন জানায়, কনসার্টের দিন দুপুরে হোটেল থেকে জুমার নামাজ পড়ার জন্য বের হয়েছিলেন আতিফ আসলাম। খিলক্ষেতের আশপাশের এলাকার কোনো একটি মসজিদে নামাজ আদায় করেছেন তিনি। আর সেখান থেকেই কেউ হয়তো ভিডিওটি ধারণ করে তা ছড়িয়ে দিয়েছেন ফেসবুকে।