NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেলেন দুই ক্যারিবিয়ান বোলার


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৪, ০২:১৬ পিএম

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেলেন দুই ক্যারিবিয়ান বোলার

‘মড়ার ওপর খাঁড়ার ঘা’- এমনটাই হয়তো এখন মনে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার জেডন সিলস ও কেভিন সিনক্লেয়ারের। জ্যামাইকার স্যাবাইনা পার্কে বাংলাদেশের কাছে ১০১ রানে টেস্ট হারার হতাশাই এখনো ভুলতে পারেননি তারা। এমন কঠিন সময়েই আবার দুঃসংবাদ শুনলেন এই দুজন।

আইসিসির আচরণবিধি ভঙ্গের কারণে শাস্তি পেয়েছেন সিলস-সিনক্লেয়ার।

সিরিজের শেষ ও দ্বিতীয় টেস্টে অপেশাদারি আচরণ করায় ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা গুনেছেন সিলস। অন্যদিকে ১৫ শতাংশ জরিমানা হয়েছে সিনক্লেয়ারের। সঙ্গে দুজনই ১ ডিমেরিট পয়েন্টও পেয়েছেন। সর্বশেষ ২৪ মাসে প্রথম ডিমেরিট পাওয়ার ঘটনা তাদের।

 

সিলসের বিরুদ্ধে অনুচ্ছেদ ২.২০ ভাঙার সত্যতা পাওয়া যায়। বাংলাদেশের ব্যাটিংয়ের দ্বিতীয় ইনিংসের শুরুর ওভারে মাহমুদুল হাসান জয়কে আউট করে প্রতিপক্ষের ড্রেসিংরুমের দিকে অপেশাদারি আচরণ ও আক্রমণাত্মক অঙ্গভঙ্গি করেন ওয়েস্ট ইন্ডিজের পেসার। আর ওয়েস্ট ইন্ডিজের একাদশে সুযোগ না পাওয়া স্পিনার সিনক্লেয়ার অনুচ্ছেদ ২.৪ ভঙ্গ করেন। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত অমান্য করে বাংলাদেশি ব্যাটারদের উদ্দেশে আক্রমণাত্মক ও তীক্ষ্ণ ভাষা ব্যবহার করেন।

 

টেস্ট শেষে সিলস-সিনক্লেয়ারের বিরুদ্ধে এমন শাস্তির প্রস্তাব দেন ম্যাচ রেফারি জেফ ক্রো। দুই বোলারই শাস্তি মেনে নেওয়ায় শুনানির আর প্রয়োজন পড়ে। সে যা-ই হোক গতকাল ১০১ রানের জয়ে ১৫ বছর পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট জিতেছে বাংলাদেশ। এতে করে দুই টেস্টের সিরিজে ১-১ সমতায়ও শেষ করেছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দল।