NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

অযথা সামরিক মহড়া চীনের, বলছেন তাইওয়ানের প্রেসিডেন্ট


খবর   প্রকাশিত:  ১৭ মার্চ, ২০২৫, ১০:৫৭ পিএম

>
অযথা সামরিক মহড়া চীনের, বলছেন তাইওয়ানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন। পেলোসির এই সফর ঘিরে তাইওয়ানে চীন যে সামরিক মহড়ার হুমকি দিয়েছেন সেটাকে অযথা বলে আখ্যা দিয়েছেন সাই। 

বৈঠক শেষে সাংবাদিকদের সাই ইং-ওয়েন বলেন, আমি স্পিকার পেলোসিকে বলেছি যে আমরা তাইওয়ান প্রণালীতে স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।  

তিনি আরও বলেন, তাইওয়ানের মানুষ বাস্তববাদী। আমরা আগেও তাইওয়ানে কংগ্রেসের অনেক প্রতিনিধিকে স্বাগত জানিয়েছি এবং বন্ধুদের একে অপরের সাথে দেখা করার একটি স্বাভাবিক অভ্যাস আমাদের আতিথেয়তার সংস্কৃতির মধ্যেই আছে। সামরিক মহড়া একেবারেই অযথা।  

 

এত চাপের মধ্যে তাইওয়ান সফরের জন্য মার্কিন কংগ্রেসের প্রতিনিধিদলকে ধন্যবাদও জানান সাই। 

এদিকে তাইওয়ানের জলসীমায় চীনের সামরিক মহড়ার বিষয়ে উদ্বেগ জানিয়েছে জাপান। 

জাপানের প্রধান মন্ত্রীপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো টোকিওতে সাংবাদিকদের বলেছেন, সামরিক মহড়ার জন্য চীন যে সামুদ্রিক অঞ্চলের ঘোষণা দিয়েছে তার কিছুটা জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে পড়ে। এ ধরনের মহড়ার প্রকৃতি বিবেচনা করে, জাপান উদ্বেগ প্রকাশ করছে।  

সাই ইং-ওয়েনের সাথে বৈঠকে তাইওয়ানকে ওয়াশিংটনের অব্যাহত সমর্থনের আশ্বাস দিয়েছেন পেলোসি।  

 

পেলোসি বলেলেন, ১৯৭৯ সালে তাইওয়ান রিলেশন অ্যাক্ট পাস হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র সর্বদা তাইওয়ানের পাশে দাঁড়ানোর জন্য প্রতিশ্রুতিবব্ধ। 

তিনি বলেন, আজ আমাদের প্রতিনিধি দল তাইওয়ানে এসেছে এটা দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দিতে যে আমরা তাইওয়ানের প্রতি আমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করব না এবং আমরা আমাদের বন্ধুত্বের জন্য গর্বিত। 

তিনি আরও বলেন, তাইওয়ানের সাথে যুক্তরাষ্ট্রের সংহতি এখন আগের যেকোনো সময়ে চেয়ে গুরুত্বপূর্ণ এবং সেই বার্তা দিতেই আমরা এখানে এসেছি।