লিভারপুলের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগের হেরে যাওয়া ম্যাচে এমন মিস করায় সমর্থকদের ‘কাঠগড়ায়’ দাঁড়িয়েছিলেন ফরাসি তারকা। তার শাস্তি হিসেবে যেন আজ পেনাল্টি কিকের ‘অধিকারই’ কেড়ে নেন কোচ কার্লো আনচেলত্তি!
সেই সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন জুড বেলিংহাম। এমবাপ্পের বদলে স্পটকিক নেওয়ার
সুযোগ পেয়ে হেতাফের গোলরক্ষককে কি ধোঁকাটাই না দিলেন ইংল্যান্ডের মিডফিল্ডার।