খুব অল্প সময়ে জনপ্রিয়তা পেয়েছেন হলিউড অভিনেতা টিমোথি শ্যালামে। বিশেষ করে ‘ডুন’ চলচ্চিত্রের দুই কিস্তির জন্য প্রশংসিত হয়েছেন বিশ্বব্যাপী। সম্প্রতি বব ডিলানের বায়োপিকের টিজারে তাকে দেখেও পছন্দ করেছে দর্শক। উইলি ওঙ্কার চরিত্রেও তিনি চমকে দিয়েছিলেন।
খবর প্রকাশিত: ০২ ডিসেম্বর, ২০২৪, ০১:১৫ পিএম
খুব অল্প সময়ে জনপ্রিয়তা পেয়েছেন হলিউড অভিনেতা টিমোথি শ্যালামে। বিশেষ করে ‘ডুন’ চলচ্চিত্রের দুই কিস্তির জন্য প্রশংসিত হয়েছেন বিশ্বব্যাপী। সম্প্রতি বব ডিলানের বায়োপিকের টিজারে তাকে দেখেও পছন্দ করেছে দর্শক। উইলি ওঙ্কার চরিত্রেও তিনি চমকে দিয়েছিলেন।
সম্প্রতি রোলিং স্টোনের সঙ্গে এক সাক্ষাৎকারে টিমোথি জানিয়েছেন নিজের প্রত্যাখ্যান হওয়ার গল্প। বরাবরই অ্যাকশন সিনেমায় অভিনয় করতে চেয়েছেন তিনি।
টিমোথি জানান, তিনি অনেকবার চেষ্টা করেছেন ভর বাড়ানোর কিন্তু তা সম্ভব হয়নি। মেটাবলিজম বা অন্য কোনো কারণে তার শরীর বদলায়নি। এ নিয়ে তিনি কিছুটা হতাশ ও অনেকটা বিরক্ত হন। এরপর তিনি ইন্ডি সিনেমায় অভিনয় শুরু করেন।
তবে অ্যাকশন সিনেমায় না গিয়ে সেটা আশীর্বাদই হয়েছে টিমোথির জন্য। ডুনের মতো সিনেমা পেয়েছেন তিনি। এছাড়া উইলি ওঙ্কার চরিত্রে অভিনয়ের পর তাকে তুলনা করা হচ্ছে জনি ডেপের সঙ্গে। বব ডিলানের বায়োপিক করছেন তিনি। হাতে রয়েছে বিগ বাজেটের চলচ্চিত্র। বলতে গেলে এখন বড়মাপের চরিত্রের জন্য নির্মাতাদের পছন্দের তালিকায় এ অভিনেতা।