NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

ভুল দরজায় কড়া নেড়েছি বারবার : টিমোথি শ্যালামে


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৪, ০১:১৫ পিএম

ভুল দরজায় কড়া নেড়েছি বারবার : টিমোথি শ্যালামে

খুব অল্প সময়ে জনপ্রিয়তা পেয়েছেন হলিউড অভিনেতা টিমোথি শ্যালামে। বিশেষ করে ‘ডুন’ চলচ্চিত্রের দুই কিস্তির জন্য প্রশংসিত হয়েছেন বিশ্বব্যাপী। সম্প্রতি বব ডিলানের বায়োপিকের টিজারে তাকে দেখেও পছন্দ করেছে দর্শক। উইলি ওঙ্কার চরিত্রেও তিনি চমকে দিয়েছিলেন।

কিন্তু এত কিছুর পর জানা গেল, তিনিও প্রত্যাখ্যাত হয়েছিলেন সিনেমা থেকে! ‘মেইজ রানার’ ও ‘ডাইভারজেন্ট’ থেকে বাদ পড়েছিলেন টিমোথি। কিন্তু কেন? আসলে, শারীরিক গড়নের দোহাই দিয়ে তাকে বাদ দেয়া হয় সিনেমা দুটি থেকে।

 

সম্প্রতি  রোলিং স্টোনের সঙ্গে এক সাক্ষাৎকারে টিমোথি জানিয়েছেন নিজের প্রত্যাখ্যান হওয়ার গল্প। বরাবরই অ্যাকশন সিনেমায় অভিনয় করতে চেয়েছেন তিনি।

এজন্য তিনি শরীরের ভর বাড়ানোরও চেষ্টা করেছেন। সাক্ষাৎকারে টিমোথি বলেন, ‘আমি বারবার একই ধরনের প্রতিক্রিয়া পেয়েছি। তারা বারবার বলেছেন, আমার শারীরিক গড়ন এ ধারার সিনেমার জন্য উপযুক্ত নয়। এমনকি একবার এক এজেন্ট আমাকে ফোন করে বলেছিলেন আমি যেন আবেদন করা বন্ধ করি, কেননা আমার ওজন বাড়েনি।
তারা আমাকে এমন সব সিনেমার জন্য বিবেচনা করবে না।’

 

5

টিমোথি জানান, তিনি অনেকবার চেষ্টা করেছেন ভর বাড়ানোর কিন্তু তা সম্ভব হয়নি। মেটাবলিজম বা অন্য কোনো কারণে তার শরীর বদলায়নি। এ নিয়ে তিনি কিছুটা হতাশ ও অনেকটা বিরক্ত হন। এরপর তিনি ইন্ডি সিনেমায় অভিনয় শুরু করেন।

এর মধ্যে ছিল ‘কল মি বাই ইয়োর নেম’। সিনেমাটি বেশ নাম করে। মূলত অ্যাকশনে জায়গা না পেয়েই তিনি এ ধারা থেকে সরে আসেন। টিমোথি বলেন, ‘আমি আসলে ভুল দরজায় কড়া নেড়েছি বারবার। যখন বুঝলাম সেটা ভুল, তখন মনে হলো অন্য কোথাও যাওয়াই ভালো।’

 

তবে অ্যাকশন সিনেমায় না গিয়ে সেটা আশীর্বাদই হয়েছে টিমোথির জন্য। ডুনের মতো সিনেমা পেয়েছেন তিনি। এছাড়া উইলি ওঙ্কার চরিত্রে অভিনয়ের পর তাকে তুলনা করা হচ্ছে জনি ডেপের সঙ্গে। বব ডিলানের বায়োপিক করছেন তিনি। হাতে রয়েছে বিগ বাজেটের চলচ্চিত্র। বলতে গেলে এখন বড়মাপের চরিত্রের জন্য নির্মাতাদের পছন্দের তালিকায় এ অভিনেতা।