NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

ঢাকার রাস্তায় নামাজ পড়া ছবিটি কি আতিফ আসলামের?


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৪, ০১:০৭ পিএম

ঢাকার রাস্তায় নামাজ পড়া ছবিটি কি আতিফ আসলামের?

গত ২৯ নভেম্বর শুক্রবার ঢাকার আর্মি স্টেডিয়াম মাতিয়েছেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে অংশ নিতেই তার আগের দিন সন্ধ্যায় ঢাকায় পা রাখেন তিনি। এদিকে আজ সকালে হঠাৎ করেই ঢাকার রাস্তায় নামাজ আদায় করার একটি ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। মাথায় কালো ক্যাপ ও মুখে মাস্ক পরা ওই লোকটি আতিফ আসলাম দাবি করে অনেকেই শেয়ার করছেন ছবিটি।

এমন দৃশ্যের জন্য বাহবাও পাচ্ছেন পাকিস্তানি ওই গায়ক। সাধারণ দর্শক ও আতিফ আসলামের ফ্যানরা তো শেয়ার করছেনই ছবিটি শোবিজ অঙ্গনের আরও অনেকেই শেয়ার করছেন। ক্যাপশনে লিখছেন ইতিবাচক সব কথাবার্তা।

 

জানা যায়, শুক্রবার রাতে স্টেজে ওঠার আগে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ছিলেন এই গায়ক।

সেদিন দুপুরে জুমার নামাজ আদায় করতে হোটেল থেকে বের হন এই গায়ক। মসজিদে জায়গা না পেয়ে সড়কেই সাধারণ মানুষের সঙ্গে নামাজে দাঁড়িয়ে যান। এখন প্রশ্ন হচ্ছে ভাইরাল হওয়া ওই ভিডিও ছবিটি কি আতিফ আসলামের?

 

এ প্রশ্নের উত্তর দিয়েছে ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টের আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশন। প্রতিষ্ঠানটি জানায়, কনসার্টের দিন দুপুরে হোটেল থেকে জুমার নামাজ আদায়ের জন্য বের হয়েছিলেন গায়ক।

ধারণা করা হচ্ছে, খিলক্ষেতের আশেপাশের এলাকার কোনো একটি মসজিদে নামাজ পড়েছেন তিনি। সেখান থেকেই কেউ একজন ভিডিওটি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। ভিডিওটি সত্যি আতিফ আসলামেরই।

 

গেল শুক্রবার রাতে ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে ‘তু চাহিয়ে’ গান দিয়ে পারফর্ম শুরু করেন আতিফ আসলাম। সে সময় স্টেজ শত শত দর্শকদের উদ্দেশ্য করে এই গায়ক বলেন, ‘বাংলাদেশ সবসময় আমার সেকেন্ড হোম, আমি অপেক্ষায় থাকি এখানকার দর্শকের ভালোবাসা নেওয়ার জন্য।

মঞ্চে উঠার পরই টেকনিক্যাল সমস্যা হয়েছিল। তবে সেটা ঠিক করে আবার শুরু করতে পেরেছি এবং ধৈর্য ধরার জন্য সবার প্রতি ভালোবাসা।’