ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার জয়টা নিশ্চিতই ছিল। শুধু সময়ের অপেক্ষা ছিল। সেই অপেক্ষা আজ দ্বিতীয় সেশনের শুরুতেই শেষ হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ২৩৩ রানের জয় পেয়েছে প্রোটিয়ারা।
খবর প্রকাশিত: ০১ ডিসেম্বর, ২০২৪, ১১:১৭ এএম
ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার জয়টা নিশ্চিতই ছিল। শুধু সময়ের অপেক্ষা ছিল। সেই অপেক্ষা আজ দ্বিতীয় সেশনের শুরুতেই শেষ হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ২৩৩ রানের জয় পেয়েছে প্রোটিয়ারা।
২০১৭ সালে কেপটাউনে সর্বোচ্চ ২৮২ রানের জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। আজ জয় থেকে ৫ উইকেট দূরে ছিল তারা। আর শ্রীলঙ্কাকে জিততে হলে পাড়ি দিতে হতো ৪১৩ রানের দুর্গম পথ। বাকি ছিল দুই দিন।
ষষ্ঠ উইকেটে ৯৫ রানের দুর্দান্ত জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করছিলেন চান্ডিমাল ও ধনঞ্জয়া। তবে নিজেদের হতাশার চাপ খুব বেশি বাড়তে দেননি কেশব মহারাজ।
এতে করে কুশলের সঙ্গে সপ্তম উইকেটে ৭৫ রানের আরেকটি জুটি গড়েন চান্ডিমাল। তবে আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাকে।
মূলত প্রথম ইনিংসেই দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন ইয়ানসেন। ১৩ রানে ক্যারিয়ার সেরা ৭ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে টেস্ট সর্বনিম্ন ৪২ রানে অলআউট করেন তিনি। দুই ইনিংস মিলিয়ে ৮৬ রানে ১১ উইকেট নিয়ে একটা রেকর্ডও গড়েছেন ম্যাচসেরা ইয়ানসেন। নির্বাসন থেকে প্রোটিয়ারা ক্রিকেটে ফেরার পর দলটির প্রথম বাঁহাতি পেসার হিসেবে ম্যাচে ১০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। তার আগে এই শ্রীলঙ্কার বিপক্ষেই ১৯৯৩ সালে কলম্বো টেস্টে ১০৬ রানে সর্বোচ্চ ৯ উইকেট নিয়েছিলেন সাবেক বাঁহাতি পেসার ব্রেট শুল্টজ।
ডারবানে ইয়ানসেনের এমন বোলিং ফিগার দ্বিতীয় সেরা। ১৯৩৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭৩ রানে ১৩ উইকেট নিয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার লেগস্পিনার ক্ল্যারি গ্রিমেট। আরও একটি তালিকায় দুইয়ে বাঁহাতি পেসার। শ্রীলঙ্কার বিপক্ষে নিজ দলের হয়ে সেরা বোলিংয়ের তালিকায়। এ তালিকায় শীর্ষে আছেন বাঁহাতি স্পিনার মহারাজ। ২০১৮ সালে কলম্বো টেস্টে ২৮৩ রানে ১২ উইকেট নিয়ে।
ইয়ানসেনের প্রথম ইনিংসের সেই বিধ্বংসী বোলিংয়ের ওপর ভর করে পরে রেকর্ড ৫১৬ রানের লক্ষ্য দেয় দক্ষিণ আফ্রিকা। ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে এত রান তাড়া করে জয়ের রেকর্ড নেই। প্রতিপক্ষ রেকর্ড লক্ষ্য দেওয়ার পথে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন টেম্বা বাভুমা ও স্তাবস। চোট কাটিয়ে তিন মাস পর ফেরা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির ইনিংসটি খেলেছেন ১১৩ রানের। এর আগে প্রথম ইনিংসেও ৭০ রান করেন তিনি। অন্যদিকে স্তাবস পেয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। ১২২ রানের ইনিংসটি তার ক্যারিয়ার সেরাও।