NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

কামরানের অভিষেক সেঞ্চুরিতে সিরিজ পাকিস্তানের


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৪, ০২:৪৭ এএম

কামরানের অভিষেক সেঞ্চুরিতে সিরিজ পাকিস্তানের

ঘরের মাঠে প্রথম ওয়ানডে জিতে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছিল জিম্বাবুয়ে। তবে তাদের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল পাকিস্তান। টানা দুই জয়ে ২-১ সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। এতে করে প্রতিপক্ষের বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের অপেক্ষা আরও বাড়ল জিম্বাবুয়ের।

 

সময়ে হিসেবে ৩২ বছর। সিরিজ জয়ের দুই সুযোগের শেষটি আজ পেয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু বুলাওয়েতে পাকিস্তানের দেওয়া ৩০৪ রানের লক্ষ্যটা স্বাগতিকদের জন্য অনেক চাপের হয়, দুই দলের শক্তিমত্তার বিবেচনায়। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় জিম্বাবুয়ে।

 

দলীয় ১০ রানে ২ ব্যাটারকে হারিয়ে। ইনিংসের তৃতীয় ওভারে জোড়া সাফল্য এনে দেন অফস্পিনার সাইম আইয়ুব। চারে নেমে এক প্রান্ত আগলে রেখে ইনিংস বাড়ানোর কাজ করেন ক্রেইগ আরভিন। কিন্তু অন্য পাশে নিয়মিত আউট হতে থাকেন সতীর্থরা।

নিজেও ফিফটি করার পর সতীর্থদের পথই অনুসরণ করেন। ১ ছয় ও ৫ চারে ৫১ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন তিনি। শেষ দিকে ৩৭ রান করে হারের ব্যবধান কমিয়েছেন অলরাউন্ডার ব্রায়ান বেনেট। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে ২০৪ রান করতে পারে জিম্বাবুয়ে। এতে ৯৯ রানের জয় পায় পাকিস্তান।

 

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়েকে ম্যাচ থেকে ছিটকে দেওয়ার কাজটা করেন কামরান গুলাম। ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে। ৪ ছক্কা ও ১০ চারে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন ২৯ বছর বয়সী ব্যাটার। তার দুর্দান্ত সেঞ্চুরির আগে অবশ্য দলকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার সাইম ও আবদুল্লাহ শফিক। উদ্বোধনী জুটিতে ৫৮ রান তোলেন। সর্বশেষ ম্যাচে বিধ্বংসী সেঞ্চুরি হাঁকানো সাইম আজ প্রথম ব্যাটার হিসেবে আউট হয়েছেন ৩১ রানে। অন্যদিকে শফিক আউট হন কাঁটায় কাঁটায় ৫০ রানে।

তিন শ রানের সংগ্রহে অবদান রেখেছেন পরের তিন ব্যাটারও। রিজওয়ান (৩৭), সালমান আগা (৩০) ও তায়েব তাহিররা (২৯*) খেলেছেন তিনটি পঁচিশোর্ধ্ব ইনিংস। জিম্বাবুয়ের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সিকান্দার রাজা ও রিচার্ড এনগারাভা।