খবর প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৪২ এএম
অষ্ট্রেলিয়ায় বাংলাদেশ স্কাউটস ইন্টারন্যাশনাল ফোরামের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ জুলাই (রবিবার) সিডনীর লাকাম্বার একটি ফাংশন সেন্টারে এই আয়োজন করা হয়।
সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ স্কাউটসের প্রাক্তন জাতীয় উপ কমিশনার ড. শরীফ আস সাবেরকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
বাংলাদেশ স্কাউটস ইন্টারন্যাশনাল ফোরাম অষ্ট্রেলিয়ার সভাপতি মো. আলাউদ্দিন আলোকের সভাপতিত্বে আয়োজিত গুণীজন সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনীতে দুর্নীতি দমন কমিশনের কমিশনার ও বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ড. মোজাম্মেল হক খান ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন।
সংগঠনের উপদেষ্টা ওমর ফারুক, সাধারণ সম্পাদক সরদার মোহাম্মদ খালেদ, কোষাধ্যক্ষ আব্দুল করিম ভূঁইয়া, ড. খায়রুল হক চৌধুরী, কামরুল হাসান মান্নান, মো. খোরশেদ আলম এএলটি, কামরুজ্জামান বাপ্পী, দেলোয়ার হোসেন, ফারুক আহমদ খান প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিডনী ও মেলাবোর্নে বসবাসরত অর্ধ শতাধিক বাংলাদেশী স্কাউট কর্মকর্তা নারী-পুরুষ তাদের পরিবারসহ যোগদান করেন।